/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/ruk1.jpg)
Rukmini Moitra: রুক্মিণী প্রতিবাদ করলেন আবারও...
সারা দেশ জুড়ে প্রতিবাদের ঝড়। কলকাতা শহরে এক জুনিওর ডাক্তারের মৃত্যুতে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। তারকা থেকে আইনজীবী, পথে নেমেছেন অনেকেই। অভিনেত্রী রুক্মিণী মৈত্র তাঁর ব্যতিক্রম না। যদিও, কোনও মিছিলে তাঁকে দেখা যায়নি।
দেব এবং রুক্মিণী বহুদিন ছুটি কাটাতে ব্যস্ত ছিলেন মরুর দেশে। সেখান থেকে নানা ছবি পোস্ট করতেই তাদের জুটেছিল কটাক্ষ। তাঁর পাশাপাশি দেশে ফিরতেই দেবের বাবা অসুস্থ থাকায় ফের একবার ব্যাস্ত হয়ে পড়েন অভিনেত্রী। কিন্তু, সমাজ মাধ্যমে তাঁকে দেখা গিয়েছে প্রতিবাদ করতে। ফের একবার রুক্মিণী কলম ধরলেন।
অভিনেত্রী সমাজ মাধ্যমে প্রতিবাদের পাশাপাশি একটা ক্যাপিটাল শাস্তির দাবি করলেন। ছোট ছোট উপায়েই শুরু করার পরামর্শ দিলেন তিনি। অভিনেত্রী বলছেন…
ভারতীয় আইন সংহিতায় বেশ কিছু বদল আনা দরকার। এটিকে রিফর্ম করা হোক। কারণ, ধর্ষকদের জন্য শাস্তি আনা উচিত। ক্ষমা অযোগ্য শাস্তি খুব দরকার। এবং ধর্ষণের চিন্তা ভাবনা যাতে কমে, সেটা মাথায় রাখা দরকার। কীভাবে? ছোট থেকে শুরু করুন।" কী করা উচিত, সেকথাও তি জানালেন। রুক্মিণী বললেন…
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/s2.png)
"প্রাথমিকভাবে, নিজের মুখের ভাষা সংযত করতে শিখুন। যেমন, কোনও মহিলার উদ্দেশ্যে মা-বোন সংক্রান্ত গালাগাল না করা। সে বন্ধু হোক, সহ-কর্মী কিংবা বস অথবা আত্মীয়, কিংবা কোনও কৌতুক-অভিনেতা হোক। সে কোন লিঙ্গের সেটা বড় কথা না। ধর্ষণ কালচার বন্ধ হোক, অস্বাভাবিক হোক।"
উল্লেখ্য, রুক্মিণী কিছুদিন আগেই তাঁর ছবি বুমেরাং-এ রোবট চরিত্রের জন্য প্রশংসা পেয়েছেন। সামনেই, নটী বিনোদিনী চরিত্রে তাঁকে দেখা যেতে ছলেছে। দেবের সঙ্গে টেক্কায় কাজ করেছেন রুক্মিণী।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us