Advertisment

Sayantani-Sohini: সোহিনী সোনার ডিম পাড়া হাঁস! প্রাক্তনের বিয়ের পর থেকেই সিম্প্যাথী খুঁজছেন রণজয়? সতর্ক করলেন সায়ন্তনী

অভিনেত্রী সোহিনীর বেশ ভাল বন্ধু। তাঁর বিয়ের পর থেকে রণজয়ের সাক্ষাৎকার দেখে বেশ স্তম্ভিত। সোশ্যাল মিডিয়ায় সতর্ক করে তিনি লিখেছিলেন, প্রাক্তন প্রেমিকার বিয়ে হয়ে যাবার পর সেটা কে নিয়ে পাবলিশিটি করতে খুব কম গুণী মানুষই পারেন

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Actress sayantani guhathakurta shared sohini sarkar ex ranajay Vishnu's motives tollywood news

sohini-Ranojoy: কী বললেন রণজয়?

বিয়ে করেছেন শোভন সোহিনী। কিন্তু রণজয় মাঝখান থেকে সিম্প্যাথি নিচ্ছেন? প্রাক্তন বিয়ে করার পর থেকেই অভিনেতা সুযোগ খুঁজছেন? সোহিনীর ঘনিষ্ঠ বন্ধু এবং অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা এমন মন্তব্যই করেন।

Advertisment

অভিনেত্রী সোহিনীর বেশ ভাল বন্ধু। তাঁর বিয়ের পর থেকে রণজয়ের সাক্ষাৎকার দেখে বেশ স্তম্ভিত। সোশ্যাল মিডিয়ায় সতর্ক করে তিনি লিখেছিলেন, প্রাক্তন প্রেমিকার বিয়ে হয়ে যাবার পর সেটা কে নিয়ে পাবলিশিটি করতে খুব কম গুণী মানুষই পারেন। এরা হল তারা যারা মৃত শব এর পাশে শুয়েও ইন্টারভিউ দিতে পারেন। একদিকে, যখন শোভনের হাজারটা প্রেম নিয়ে লোকজন খোঁটা দিচ্ছেন, তখনই আবার কেউ কেউ সোহিনীকে নিয়ে নানা মন্তব্য করতে ব্যস্ত।

আর সায়ন্তনী গুহঠাকুরতার এই মন্তব্য শুনেই রনজয় যেন স্তম্ভিত। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সোহিনী শোভন ভাল আছে। আমি আমার জীবনে ভাল আছি। কিন্তু এরা কারা? আম্বানির যেমন অনেক টাকা, কোথায় খরচ করবেন বোঝেন না, এদের অনেক সময়। কীভাবে খরচ করবেন বোঝেন না। এখানেই শেষ না। সায়ন্তনী আরও বলেছিলেন...

"পাবলিক সিম্প্যাথি বাড়লে এদের ফলোয়ার্স ও বাড়বে তার সঙ্গে সুবিধা হবে নেক্সট গার্ল ফ্রেন্ড খুঁজতে থুরি নতুন এটিএম কার্ড জোগাড় করতে । আসলে সোনার ডিম্ পারা মুরগি চলে গেলে খারাপ তো সকলেরই লাগে । আমার মনে হয় নতুন এটিএম থেকে বোধহয় এখনও টাকা তোলা যায়েনি। যাক মেয়েরা সতর্কও থাকুন এই সব কালজয়ী অভিনেতাদের থেকে , যারা পর্দাতে এবং বাস্তব জীবনে একসঙ্গে তাল মিলিয়ে অভিনয় করে যাচ্ছে।হায় রে নির্বোধ দর্শক !!!"

কিন্তু রণজয় একটুও রেগে না গিয়েই বলেন, "একজন মানুষের মধ্যে যখন খারাপ পাওয়া যায় না, জোর করে কেউ বলে যদি ভাল থাকে তাহলে থাকুক। আমাদের প্রতিবেশী দেশে এমন ভয়ঙ্কর অবস্থা, সারা বিশ্বে এত অসহায় দৃশ্য, এর মাঝে এমন ভয়ঙ্কর দৃশ্য, তাঁর মধ্যে থেকে যে কেউ আমায় সময় দিয়েছেন এটাই অনেক।"

কিন্তু সায়ন্তনী থামার না। বরং তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, "সোহিনী ভাল বন্ধু আমার। ওরা সদ্য বিয়ে করেছে। প্রাক্তন প্রেমিক হিসেবে রণ শুভেচ্ছা নাই জানাতে পারে, কিন্তু মনখারাপে ডুবে থেকে সান্ত্বনা আদায়ের চেষ্টা করবে, এটা ঠিক না।"

tollywood ranojoy vishnu Entertainment News Sohini Sarkar
Advertisment