/indian-express-bangla/media/media_files/2025/09/16/sheena-2025-09-16-10-40-31.jpg)
তাঁদের ছেলে হল না মেয়ে...
আসন্ন উৎসবের মরশুম। কিন্তু, সেই আনন্দের রেশ আসার আগেই অভিনেত্রীর জীবনে সুখের আবহাওয়া। নিজেরর জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। ভালবাসার নতুন পর্যায়ে পা রাখলেন। তাঁর জীবনে এল আরেক ভালবাসার মানুষ। আর সেই খবর নিজের সমাজ মাধ্যমে শেয়ার করেছেন তিনি। অভিনয় জগতের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে তিনি।
গতকাল, জানিয়েছেন আনন্দের খবর। বেশ কিছু বছর আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। প্রসঙ্গে শীনা বাজাজ। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ শীনা আরেক জনপ্রিয় অভিনেতা রোহিত পুরোহিতের স্ত্রী। রোহিত শেষ কিছু সময়ে ইয়ে রিস্তা ক্যা কেহেলাতা হ্যায় ধারাবাহিকেই অভিনয় করছিলেন। এছাড়াও, রাজিয়া সুলতান থেকেই তিনি জনপ্রিয়তা পান। তবে, গতকাল থেকে আরেক অধ্যায় শুরু করেছেন তিনি।
কিছুমাস আগেই শীনা এবং রোহিত অন্তঃস্বত্বা হওয়ার প্রসঙ্গে জানিয়েছিলেন। খুব শীঘ্রই যে নতুন সদস্য আসছে, একথাও জানিয়েছিলেন। আর গতকাল সন্তান আসার খবর দিলেন। বাবা-মা হয়েছেন তাঁরা। সদ্য পা দিলেন নতুন জীবনে। এবং ছোট্ট সদস্যটিকে কাছে পেয়ে বেশ আনন্দে আত্মহারা নতুন বাবা মা। কী বলছেন তাঁরা? একটি ছবি শেয়ার করেছেন তাঁরা। বেবি বাম্পের ওপর হাত রেখে তাঁরা জানালেন পুত্র সন্তান হয়েছে তাঁদের।
সমাজ মাধ্যমে তাঁরা লিখছেন, আমাদের ছেলে হয়েছে। ১৫ তারিখেই এই দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে সে। এবং এই খবরের পর টেলিভিশনের অনেকেই তাঁদের সুভেচ্ছা জানিয়েছেন। এবং অভিনেতাকে নতুন অধ্যায়ে পা রাখার আগাম অনেক উপদেশ দিয়েছেন। অভিনেত্রী সন্তান প্রসবের পর আছেন কেমন? এই সুখবরে অনুরাগীদের তরফে এতটাই ভাল্বাসাক পেয়েছেন যে তিনি ভীষণ আনন্দিৎ। রোহিত নিজের সমাজ মাধ্যমেই জানিয়েছেন..
"সকলের শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আপনাদের ভালবাসায় আমরা আপ্লুত। মা এবং সন্তান- দুজনেই ভাল আছে এবং সুস্থ আছে। আপ্নারা সকলে প্রার্থনা করবেন।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us