Advertisment

Soumitrisha Kundu: সৌমিতৃষার মনের গোপন রাস্তা আসলে কী? নিজেই জানালেন অভিনেত্রী

নায়িকাদের মনে জায়গা পাওয়ার ইচ্ছে হলে? সৌমিতৃষা নিজের সিক্রেট প্রকাশ্যে আনলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
actress soumitrisha kundu shared how to get close to her heart

অভিনেত্রীর মনে ঠাঁই পেতে গেলে কী করতে হবে?

মেয়েদের মনে জায়গা পেতে হলে,ঠিক কী করতে হয়? একেকজনের মনে প্রবেশের রাস্তা একেকরকম হয়। কিন্তু নায়িকাদের মনে জায়গা পাওয়ার ইচ্ছে হলে? সৌমিতৃষা নিজের সিক্রেট প্রকাশ্যে আনলেন।

Advertisment

অভিনেত্রী ১০ই জুন ছবির শুটিং শেষ করেছেন। সমাজমাধ্যমে, বেশ সক্রিয় তিনি। যেমন সুন্দর সুন্দর ছবি পোস্ট করেন, তেমনই জীবনের ছোট ছোট তথ্য এবং খুশিও তুলে ধরেন ভক্তদের উদ্দেশ্যে। আর, এবার তাঁর মনে ঢোকার রাস্তা আসলে কী, সেটাও জানিয়ে দিলেন।

যে যতই বড় হয়ে যাক, লজেন্সের প্রতি সকলের ভালবাসা সমান। এই টান কমার নয়। সৌমিতৃষা নিজেও তাই। আম আর তেঁতুলের লজেন্স দেখে নিজেকে আর ঠিক রাখা যায়? অভিনেত্রীর ক্ষেত্রে মোটেই সেটি ব্যতিক্রম না। তিনি সেই ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। তেঁতুলের আচার নিয়ে লিখলেন..

publive-image

'আমার মনে জায়গা পেটে গেলে খাবার নিয়ে আসো, বিশেষ করে এই তেঁতুল…', অভিনেত্রীর এই পোস্টে সকলেরই একবার করে মনে পরে গেল ছোটবেলার কথা। তাঁরা এমনটাও বললেন, স্কুল ফেরত এসব কত খাওয়া হত, এখন সেসব পুরনো স্মৃতি। অভিনেত্রীকে ২১শে জুলাইয়ের মঞ্চেও দেখা গিয়েছিল।

উল্লেখ্য, শুরুটা অনেকদিন আগে হলেও, অভিনেত্রী মিঠাই সিরিয়াল দিয়েই জনপ্রিয়তা পান। তারপর, আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। দেবের সঙ্গে প্রধান ছবিতে কাজ করেছেন তিনি। আবার, এখন সৌরভের সঙ্গে কাজ করছেন নতুন ছবিতে।

tollywood Soumitrishna Kundu Entertainment News
Advertisment