Sreela Majumdar Passed Away: অভিনয় ছাড়াও ছিল বিশেষ গুণ, ঐশ্বর্যর 'মসিহা' হয়ে এসেছিলেন শ্রীলা

Actress Sreela Majumdar Dies: ঐশ্বর্যকে কীভাবে সাহায্য করেছিলেন তিনি? প্রয়াত অভিনেত্রীর বিশেষ দক্ষতায় ভরসা করতেন অনেক পরিচালক...

Actress Sreela Majumdar Dies: ঐশ্বর্যকে কীভাবে সাহায্য করেছিলেন তিনি? প্রয়াত অভিনেত্রীর বিশেষ দক্ষতায় ভরসা করতেন অনেক পরিচালক...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Sreela Majumdar, Sreela Majumdar Demise, Sreela Majumdar Demise, Sreela Majumdar death, Sreela Majumdar dies, Sreela Majumdar dies passes way, শ্রীলা মজুমদার, শ্রীলা মজুমদারের মৃত্যু, শ্রীলা মজুমদারের মৃত্যু, শ্রেলা মজুমদারের মৃত্যু, শ্রেলা মজুমদারের মৃত্যু, শ্রেলা মজুমদারের মৃত্যু পথ পাড়ি দিয়েছে

Sreela Majumdar Dies- প্রয়াত অভিনেত্রী - ছবিঃসংগৃহীত

Sreela Majumdar Passes Away: একের পর এক স্বর্ণযুগের ছবি। শ্রীলা মজুমদার ছিলেন এমন এক অভিনেত্রী যার নাম শোনা তাবড় তাবড় পরিচালকের মুখে। ঋতুপর্ণ ঘোষ থেকে মৃণাল সেন এমনকি শাম বেনেগালের মতো পরিচালকদের পছন্দ ছিলেন তিনি।

Advertisment

আজ, দুপুর হতেই না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি। যেন অবসান ঘটল এক যুগের। শ্রীলা মজুমদার কাজ করেছেন নানা মানুষের সঙ্গে। মৃণাল সেনের হাত ধরে থিয়েটার থেকে সিনেমার পর্দায় অভিষেক। তারপর, আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি। তবে, অভিনেত্রী হওয়ার পাশাপাশি তার বেশ কিছু গুণ ছিল।

একে তো, এহেন চর্চিত অভিনয়, তারপর তাঁর কথা বলার ধরণ ছিল সাংঘাতিক। অভিনেত্রী, একাধিক বিজ্ঞাপনে বাচিক শিল্পী হিসেবে কাজ করেছেন। এরকম পুরনো বহু বিজ্ঞাপন আছে, যাতে তিনি গলা দিয়েছিলেন। বেশ শান্ত স্বরে নিখুঁত বাংলা শব্দ উচ্চারণ করতেন তিনি। শুধু তাই নয়, কার হয়ে বাংলা ডাবিং করেছিলেন তিনি?

Advertisment

আরও পড়ুন - Mamata Shankar: ‘পালানের সময় ও অসহনীয় কষ্ট পাচ্ছিল…’, মৃণাল সেনের সেট থেকে ব্যক্তিগত জীবন, শ্রীলার স্মৃতিতে শোকাহত মমতা শঙ্কর

ঋতুপর্ণ ঘোষের নানা ছবিতে হিন্দি সিনেমার তারকারা অভিনয় করতেন। আর তাঁদের আসল কণ্ঠের জায়গায় শোনা যে বাংলার বহু তারকার কণ্ঠ। এমনকি, ঐশ্বর্য রাই বচ্চনের চোখের বালির ডাবিং করেছিলেন শ্রীলা নিজে। বলা বাহুল্য, ঋতুপর্ণ আর কাউকে বিশ্বাস করতে পারেননি। অনেক পরিশ্রম করে শ্রীলার জন্য ব্যবস্থা করেছিলেন তিনি। আর সেই অভিজ্ঞতা ছিল দারুণ। অভিনেত্রী সেসময় এক সাক্ষাৎকারে বলেছিলেন...

"ঐশ্বর্যর মত একজন অভিনেত্রীর হয়ে কাজ করার সুযোগ পেয়েছেন সে এক অসাধারণ অনুভূতি। আর ঋতুর সঙ্গে তো কথাই নেই। ও এত ভাল একজন পরিচালক। সোজা কথা।বলতে গেলে ডাবিং বিষয়টায় অনেকেই মাথা ঘামান না। তবে, ঋতু পুরো ঐশ্বর্যর ডায়লগ বলার ধরন রেকর্ড করে রেখেছিল।" সেই অনুযায়ী সাহায্য করেছিলেন শ্রীলাকে। এই কাজ করেও বেশ প্রশংসা পেয়েছিলেন অভিনেত্রী।

bollywood tollywood Aishwarya Rai Bachchan Entertainment News sreela majumdar