Advertisment

নিউইয়র্ক ফিল্ম ফেস্টে 'সেরা অভিনেত্রী'র মনোনয়ন, KIFF-এ আমন্ত্রণই পেলাম না: শ্রীলেখা মিত্র

"এটা কি রাজনৈতিক প্রতিহিংসা?" তৃণমূল সরকারকে তুলোধনা অভিনেত্রীর।

author-image
Sandipta Bhanja
New Update
Sreelekha Mitra, KIFF 2022, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, শ্রীলেখা মিত্র, bengali news today

শ্রীলেখা মিত্র

সোমবার বিকেল ৪টেয় জমজমাট নজরুল মঞ্চ। তারকা-খচিত ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। উপস্থিত খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই একই ফ্রেমে দেখা গেল সন্দীপ রায়, গৌতম ঘোষ, রঞ্জিৎ মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, নুসরত জাহান, ইন্দ্রাণী হালদার, শতাব্দী রায়, গৌতম ঘোষ, সায়নী ঘোষ, বাবুল সুপ্রিয়-সহ আরও অনেককে। এদিকে বিশেষ অতিথির আসনে সস্ত্রীক শত্রুঘ্ন সিনহা। কিন্তু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এমন জমকালো অনুষ্ঠানে কিনা আমন্ত্রণ-ই পেলেন না শ্রীলেখা মিত্র। "এটা কি রাজনৈতিক প্রতিহিংসা?" প্রশ্ন অভিনেত্রীর।

Advertisment

সম্প্রতি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে হেঁটে এসেছেন শ্রীলেখা মিত্র। যা কিনা বিশ্বের সেরা তিনটি চলচ্চিত্র উৎসবের মধ্যে অন্যতম। এমনকী নিউইয়র্ক চলচ্চিত্র উৎসবে 'সেরা অভিনেত্রী'র মনোনয়ন পেয়েছেন পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্তর 'ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা' সিনেমার জন্য। আর সেই অভিনেত্রী-ই কিনা নিজের রাজ্যের চলচ্চিত্র উৎসবে ব্রাত্য! সোমবার নজরুল মঞ্চে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে টলিপাড়ার বহু তারকামুখের দেখা মিললেও, সেখানে গড়হাজির শ্রীলেখা। কেন? প্রশ্ন উঠতেই সেই কারণ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রী। বাংলার অভিনেত্রী বিদেশে সম্মানিত হলেও বাংলায় ব্রাত্য! এ তো 'গেঁয়ো যোগী ভিখ পায় না'.. গোছের, বলছিলেন নায়িকা।

publive-image

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে শ্রীলেখার মন্তব্য, "রাজ চক্রবর্তীর তরফে কস্টিউম ডিজাইনার-রা অবধি আমন্ত্রণ পেল, আর আমি বাদ!তৃণমূল সরকার কি প্রতিশোধপরায়ণ সত্যি! হতবাক হলাম।"

publive-image

শ্রীলেখা বরাবরই বামপন্থী মনোভাবাপন্ন। এমনকী একুশের বিধানসভা ভোটের সময় যখন মুড়ি-মুড়কির মতো তারকারা দুই ফুল শিবিরে যোগ দিচ্ছিলেন, তখন অভিনেত্রী বাম শিবিরের হয়ে প্রচার সেরেছেন রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে। মোদী-মমতা কাউকেই বিঁধতে ছাড়েন না তিনি। শুধু তাই নয়, টলিউডের স্বজনপোষণ, বিরোধী শিবিরের যে কোনও রাজনৈতিক ইস্যু নিয়েও সরব হতে দেখা গিয়েছে তাঁকে একাধিকবার। সেটার-ই কি মাশুল গুণতে হল? শ্রীলেখার অভিযোগ, KIFF-এর কোনও আমন্ত্রণ-পত্রই তাঁর কাছে এসে পৌঁছয়নি। শুধু তাই নয়, একটা ফোন পর্যন্ত আসেনি। সেই প্রেক্ষিতেই অভিনেত্রীর প্রশ্ন, "আমার রাজনৈতিক মতাদর্শের কারণে না অন্য কোনও অজ্ঞাত কারণ আছে?"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sreelekha Mitra tollywood KIFF 2022 Kolkata International Film Festival Entertainment News
Advertisment