শ্রীলেখা মিত্রর মুকুটে নয়া পালক, সাইকোলজিক্যাল থ্রিলারের পরিচালনায় অভিনেত্রী

কী ধরনের গল্প লিখেছেন নিজের ছবির জন্য? জানালেন অভিনেত্রী।

কী ধরনের গল্প লিখেছেন নিজের ছবির জন্য? জানালেন অভিনেত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Sreelekha-Mitra

অভিনেত্রী শ্রীলেখা মিত্রর (Sreelekha Mitra) মুকুটে নতুন পালক! ছোটপর্দা এবং বড়পর্দায় আগেই দর্শকদের মন জয় করেছেন। এবার পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে শ্রীলেখা মিত্রর। অতঃপর নয়া ভেঞ্চার নিয়ে বেজায় উচ্ছ্বসিত অভিনেত্রী। ফোনে ধরতেই ইঙ্গিত মিলল তার।

Advertisment

সিনেমার গল্প নিজেই লিখেছেন। চিত্রনাট্যের কাজও মোটামুটি শেষের দিকে। এবার শুধু শুটিং শুরুর অপেক্ষা। সিনেমার নাম 'বিটার হাফ'। এখনও পর্যন্ত ওয়ার্কিং টাইটেল হিসেবে এই নামটিকেই বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী। সিনেমার নামের মধ্যেই রয়েছে গল্পের ইঙ্গিত।

তা কীরকম গল্প নিয়ে ছবি তৈরি করছেন শ্রীলেখা? ফোনে ধরতেই 'ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা'কে জানালেন অভিনেত্রী। "গল্পটা সাইকোলজিক্যাল থ্রিলার। স্বামী-স্ত্রীর দাম্পত্য সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ। এই নিয়েই গল্পের প্লট। নিজেও অভিনয় করছি। নতুন মুখও রয়েছে", বললেন শ্রীলেখা মিত্র। স্বামী-স্ত্রীর সম্পর্কে কীভাবে ঘটছে তৃতীয় ব্যক্তির প্রবেশ, সেখানেই গল্পের মোড় ঘুরবে। সেটা আপাতত খোলসা করতে নারাজ পরিচালক শ্রীলেখা মিত্র।

Advertisment

ইন্দ্ররূপ ভট্টাচার্যের সঙ্গে ইতিমধ্যেই চিত্রনাট্যের কাজ গুছিয়ে ফেলেছেন। এই সাইকোলজিক্যাল থ্রিলার আদতে ওয়েব ফিল্ম। নভেম্বর মাসের শেষের দিক কিংবা ডিসেম্বরের গোড়ার দিকেই শুটিং শুরু হবে। লোকেশন হিসেবে শহর তিলোত্তমাকেই অবশ্য প্রাধান্য দিচ্ছেন পরিচালক শ্রীলেখা মিত্র। তা অভিনয়ে শ্রীলেখা ছাড়া আর কাকে দেখা যাবে? ভরত কল এবং চান্দ্রি মুখোপাধ্যায়। চান্দ্রি একেবারেই নতুন মুখ। শ্রীলেখার সিনেমা দিয়েই ওয়েব ফিল্ম জগতে পা রাখতে চলেছেন।

publive-image ভরত কল এবং চান্দ্রি মুখোপাধ্যায়

প্রসঙ্গত, জি বাংলার নন-ফিকশন শো থেকে বাদ পড়ার পর অভিনেত্রীর ফেসবুক পোস্ট ঘিরে বেশ জল্পনার সৃষ্টি হয়েছিল। তবে এবার দীর্ঘ বিরতির পর টেলিভিশনের পর্দাতেও ফিরছেন তিনি। বাংলা ধারাবাহিক ‘বেদের মেয়ে জ্যোৎস্না’য় খোক্কসী রানির ভূমিকায় দেখা যাবে তাঁকে। করোনা আবহে পুজোও কাটিয়েছেন বাড়িতেই। সম্প্রতি নিউনর্ম্যালে সুন্দরবন ঘুরতে গিয়েছিলেন। শুধু ঘোরাই নয়, সেখানকার দুস্থদের যথাসাধ্য সাহায্যও করেছেন। এবার ওয়েব ফিল্মের কাজ শেষ হয়ে গেলে দলবল নিয়ে উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার ইচ্ছেপ্রকাশও করলেন পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলা অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

Sreelekha Mitra