Advertisment

Sreelekha Mitra: 'হয়তো আমাকেও আত্মহত্যা করে প্রমাণ করতে...', হেয়ার ড্রেসারের ভয়ঙ্কর পরিণতি টলিপাড়ায়, ফের বিস্ফোরক শ্রীলেখা...

Tollywood Harassment news: টলিপাড়ায় নানা ধরনের অপ্রীতিকর ঘটনা। শুধু যৌন হেনস্থা নয়, কর্মের নিরিখেও চলছে সিন্ডিকেট রাজ, গতকাল যে হেয়ার ড্রেসার আত্মহত্যা করতে গিয়েছিলেন, তাঁর পরবর্তীতেই বিস্ফোরক শ্রীলেখা।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
 Sreelekha Mitra wanted justice for RG kar

Sreelekha on harassment: কী বলছেন অভিনেত্রী?


টলিপাড়ার সর্বত্র ষড়যন্ত্র। সব জায়গায় শুধুই হেনস্থা এবং নিগ্রহ। নাবালিকাদের কেউ সুরক্ষিত না। গতকাল রাত হতেই খবর মিলেছিল, একজন হেয়ার ড্রেসার সুইসাইড নোট লিখে আত্মহত্যা করতে গিয়েছিলেম। 

Advertisment

এই খবর দেন অভিনেত্রী সুদিপ্তা চক্রবর্তী। তিনি এও জানিয়েছিলেন, মেয়েটি সন্ধ্যাবেলা ফোন করেছিল সাহায্য চাইতে, কিন্তু ধরতে পারেননি। উত্তর দিতে পারেননি। তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা চলছে এমনও জানিয়েছিলেন। আর আজ সকাল হতেই পুরনো ঘটনার কথা মনে করালেন শ্রীলেখা। 

বলিউডে যখন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হল, তখন শ্রীলেখা এই ইন্ডাস্ট্রির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছিলেন। সৌরভ দত্ত নামের এক ব্যক্তি গতকালের ঘটনা উল্লেখ করেই লিখেছেন, ষড়যন্ত্র করে দিনের পর দিন কাজ না দেওয়ায় আত্মহত্যা করতে গিয়েছিলেন টলিউডের হেয়ার ড্রেসার। 

তিনি আরও বলছেন, "প্রমাণ হল যে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর শ্রীলেখা টলিউড সম্পর্কে সঠিক অভিযোগ করেছিলেন। মেয়েটি আত্মহত্যার আগে পর্যন্ত কিন্তু এই নৃশংস অত্যাচারের ব্যাপারে টলিউড ঘুমিয়েছিল।" এই পোস্ট শেয়ার করেছেন তারপর শ্রীলেখা নিজেও। 

টলিউডে যে শুধু যৌন হেনস্থা নয়, বরং কর্ম হেনস্থা চলছে বহুদিন ধরে। মানুষকে রীতিমতো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বাধ্য করা হচ্ছে বলেই দাবি বেশিরভাগের। আর শ্রীলেখা বলছেন, "সিন্ডিকেট রাজ সর্বস্ব। কে জানে হয়তো আমাকেও আত্মহত্যা করে প্রমাণ করতে হত। কোনও বাপ বা প্রেমিক তো জোটাইনি।" উল্লেখ্য, আরজি কর কাণ্ডের প্রথম দিন থেকেই মেয়েদের হয়ে প্রতিবাদ করছেন তিনি। আওয়াজ তুলেছেন নারী সুরক্ষার খাতিরে। বারবার প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। 

সুত্রের খবর, দীর্ঘদিন ধরেই তাঁর সঙ্গে হয়ে আসছে অনাচার। হেয়ার ড্রেসার গিল্ড তাঁকে তিনমাসের জন্য সাসপেন্ড করে। এমনকি এও বলা হয়, গিল্ড যে কাজ দেবে সেটাই করতে পারবেন তিনি। বাইরে থেকে কাজ নিয়ে এলে পারবেন না। কিছুদিন আগেই একটি পূর্ণদৈরঘের ছবিতে কাজের সুযোগ পেয়েছিলেন। কিন্তু, একদিন আগে জানতে পারেন, সেখান থেকেও তাঁকে বাদ দেওয়া হয়েছে। এরপরেই হতাশা গ্রাস করে তাঁকে। সুইসাইড নোটে দশজনের নাম রয়েছে বলেই সুত্রের খবর। 

 

tollywood Sreelekha Mitra Sreelekha Mitra FB Post tollywood news Tollywood Actress
Advertisment