Advertisment
Presenting Partner
Desktop GIF

Subhashree Ganguly: 'বিয়ের পরে গিয়ে টাকা রোজগার করব, এটায় আপত্তি ছিল...', কেন একথা বললেন শুভশ্রী?

Shubhahsree Ganguly: পড়াশোনায় ভালো ভাই-বোনদের থেকেও, শুভশ্রীর চিন্তা ভাবনা ছিল অনেক উচ্চমানের। তাইতো অভিনেত্রী বুঝেছিলেন, বিয়ের আগেই নিজেকে....

author-image
IE Bangla Entertainment Desk
New Update
শুভশ্রী গাঙ্গুলি, বাবলি, রাজ চক্রবর্তী, Shubhashree ganguly, babli, raj chakraborty, subhashree ganguly movies, subhashree ganguly dev, subhashree ganguly news, subhashree ganguly updates, subhashree ganguly entertainment news

বর্ধমান থেকে কলকাতা, কী কী বুঝেছিলেন শুভ?

Subhashree Ganguly Childhood: অনেক ছোটবেলা থেকেই গান হয়ে গিয়েছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। জীবনের মোক্ষম পরিণতি বিয়ে নয়, বরং তার আগেই টাকা উপার্জন করা শ্রেয়, এমনটাই মনে হয় অভিনেত্রীর। বর্ধমানে বড় হয়ে ওঠা মেয়েটিকে নিয়ে আলোচনা কম হয় না। কিন্তু জীবনে অর্থের প্রয়োজন কতটা, সেটা তিনি অনেক ছোটবেলায় বুঝতে পেরে গিয়েছিলেন।

Advertisment

আদ্যোপান্ত মফস্বলের মেয়েটির মধ্যে শহরের প্রলেপ লেগেছে অনেক পরে। বর্ধমানের মুড়ি মাখা কিংবা পরিবারের সঙ্গে গান বাজনা করেই, ছোটবেলা কাটত তাঁর। কিন্তু এখানেই শেষ নয়। ছোটবেলায় একান্নবর্তী পরিবারে বড় হয়েছেন শুভশ্রী। তার ভাই বোনেদের প্রত্যেককেই যেমন মেধাবী ছিলেন, তেমনি ছিলেন নানা বাদ্যযন্ত্রে পারদর্শী। গরমকালের ছুটিতে সন্ধ্যেবেলা গান বাজনা এভাবেই করতেন তারা।

কিন্তু পড়াশোনায় ভালো ভাই-বোনদের থেকেও, শুভশ্রীর চিন্তা ভাবনা ছিল অনেক উচ্চমানের। তাইতো অভিনেত্রী বুঝেছিলেন, বিয়ের আগেই নিজেকে অর্থ উপার্জন করতে হবে। নিজেকে আর্থিকভাবে সচ্ছল হতে হবে। এই প্রসঙ্গে অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছেন...

"আমার বাড়িতে আমার সমস্ত ভাই-বোনেরা পড়াশোনায় খুব ভালো। কেউ কেউ তো এমন আছেন যারা ক্লাস ওয়ান থেকে ডাবল মাস্টার্স পর্যন্ত প্রথম সারির ছাত্র-ছাত্রী। কিন্তু তাদেরকেও আমি দেখেছি, একটা ধাপ উচ্চ মাধ্যমিক-গ্র্যাজুয়েশনের পরে, বিয়ে করে নিয়েছেন। পড়ে গিয়ে তারা পড়াশোনা শেষ করেছেন। এই বিষয়টাতেই আমার খুব আপত্তি ছিল। আমি চেয়েছিলাম, বিয়ের আগেই কিছু একটা করতে হবে। বিয়েটা একটা সেটেলমেন্ট নয়। আমিও কাজ করব নিজের পায়ে দাঁড়াবো এই ভাবনা চিন্তাটা সবসময় মাথায় ঘুরত। এবং বলতে পারি এর পেছনে রয়েছেন আমার মা, উনি আমাকে বিষয়টা বোঝাতেন।"

আরও পড়ুন - Chanchal Chowdhury: চঞ্চল চৌধুরী স্বৈরশাসকের দোসর? মা অসুস্থ অভিনেতার, দেশ নিয়ে কী বলছেন পর্দার ‘মৃণাল’?

কিন্তু শুধু তার মা নয়। শুভশ্রী গঙ্গোপাধ্যায় হয়ে ওঠার পেছনে অবদান রয়েছে তার দিদি দেবশ্রিরও। অভিনেত্রী বলেন, "আমাদের বাড়িতে সকলেই ছোটবেলায় খুব ভাল নাচ করত। আমি কোনদিন শিখিনি কিন্তু আমিও নাচতাম। মাধ্যমিকের পরে একটা ফাঁকা সময় থাকে না, তখন আমার দিদি একদিন বললেন দুর্গাপুরে একটা অডিশন হচ্ছে চল তোকে নিয়ে যাই। আমিও চলে গেলাম। সেখানে গিয়ে নাচলাম, লিপ্সিং করতে বলল করলাম। সিলেক্ট হয়ে গেলাম। কিন্তু আমি এখন ভাবি, যে এই ভাবনাগুলো আমার মধ্যে আগে থেকেই ছিল। শ্রীদেবী হোক বা মাধুরী দীক্ষিত, ৯০ এর দশকের তারকাদের নাচ তো দেখতামই। কিন্তু তারা কি পোশাক পড়েছেন, কতবার চেঞ্জ করেছেন, কোথায় কি এক্সপ্রেশন দিচ্ছেন সেগুলো আমার পুঙ্খানুপুঙ্খভাবে মুখস্থ। অভিনেত্রীর এই বিষয়টা আমার মধ্যে কোথাও একটা ছিল ছোট থেকে।"

উল্লেখ্য আগামীতে রিলিজ করতে চলেছে তার নতুন ছবি বাবলি। এই ছবিতে তিনি অভিনয় করেছেন বাবলির ভূমিকাতে। সব থেকে বড় কথা গল্পের স্রষ্টা বুদ্ধদেব গুহ বলে গিয়েছিলেন আমার চোখে বাবলি, শুভশ্রী। ছবি পরিচালনা করছেন রাজ চক্রবর্তী। এবং বিপরীতে রয়েছেন আবির চট্টোপাধ্যায়।

tollywood Subhasree Ganguly Entertainment News
Advertisment