শাশুড়ি যদি দুঁদে রাজনীতিবিদ হন, তাহলে ছেলের বউয়ের অবস্থা ঠিক কী হয় সেকথা অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়কে দেখলে বোঝা যায়। অভিনেত্রী স্মিতা বক্সির ছেলেকে বিয়ে করেছেন। আজ প্রায় একবছর পার, সেই সংসারে কী কী বুঝলেন তিনি?
অভিনেত্রী কি আর পাঁচজন ছেলের বউয়ের মতোই সংসারে ভুগছেন? নাকি তিনি মানিয়ে নিয়েছেন সাংসারিক ঘোরটোপে? একেই শাশুড়ি, রাজনীতিবিদ! সুদীপ্তার কথায় শাশুড়ি রাজনীতিবিদ বটে, তবে তিনি তাঁকে আসতে আসতে চিনছেন। তিনি সংসারের মাথা, ফলেই সুদীপ্তার যা ধারণা ছিল...
অভিনেত্রী বললেন, "বক্সি পরিবারটা খুব বড়। আমার শ্বাশুড়ি স্মিতা বক্সি। তাঁকে সকলে চেনেন। আমি সেই বাড়িতে বউ হয়ে এসেছি। অনেকেই ভাবেন, বাস্তবের স্মিতা বক্সি অনেকটাই হয়তো রাজনীতিবিদদের মত। কিন্তু সেটা হয়তো বা নয়। আমি তাঁকে মাম্মাম বলে ডাকি। প্রথম প্রথম মনে হত, উনি খুব রাগী। তারপর দেখলাম, না! সবকিছু উনার মাথায় থাকে। উনার সবদিকে নজর। কে কী খেল, কে কী চাইল, কার কী দরকার? এত ব্যস্ত তিনি, তাও সবটা ভাবেন। আমি তো নতুন মানুষ, তাহলে ভাবুন আমার বিষয়টা নজরে রাখেন উনি।"
এখানেই শেষ না! তিনি আরও বলেন, মাম্মাম ভীষণ চুজি। সকালে উঠে রান্না করেন। সবকিছু গুছিয়ে রাখেন। সংসার কিভাবে করতে হয়, আগলে কীভাবে রাখতে হয়, এগুলো আমি রোজ শিখি উনার কাছ থেকে। উনি খুব সোজা সাপটা মন্তব্য রাখেন। ভাল লাগা, খারাপ লাগা বলতে ভালবাসেন। শাড়ি পরতে ভালবাসেন। আমার জীবনে তো উনি খুব গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছেন। এটাও বলি, বাবা চলে যাওয়ার পর থেকে উনি আমায় আগলে রেখেছিলেন। এখন এখানে মন বসে গিয়েছে। এটাই আমার বাড়ি।
উল্লেখ্য, অভিনেত্রী একাধিক সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তা কুড়িয়েছেন। শুধু তাই নয়, তিনি তাঁর বিয়ের সময় আলোচনার বিষয়বস্তু ছিলেন।