অভিনেত্রীর মেয়ে অভিনেত্রী হোক... এই প্রচলন ইন্ডাস্ট্রিতে রয়েছে অনেকদিনই। আবার কেউ কেউ নিজে থেকে বাবা মায়ের দেখানো পথে হাঁটতে চান না। সেই তালিকা কম নয়। কিন্তু, মা হয়ে একদমই মেয়েকে অভিনেত্রী হিসেবে দেখতে চান না সুদীপ্তা চক্রবর্তী।
Advertisment
তিনি ইন্ডাস্ট্রির অন্যতম গুরুত্বপূর্ন একজন অভিনেত্রী। অভিনয় তো বটেই তাঁর সঙ্গে প্রতিনিয়ত থিয়েটার থেকে নাচের ক্লাস, শিল্পসত্বার অভাব নেই তাঁর মধ্যে। কিন্তু, মেয়ের চেহারার সঙ্গে খাপ খাইয়ে অভিনেত্রী হিসেবে সে কিছু করতে পারে, এমনটা মনে করেন না সুদীপ্তা। প্রকাশ্যেই বললেন এমন কিছু কথা। মেয়ের চেহারা বাদ দিয়েও ভারতবর্ষের সিনেমা এবং কাস্টিং এর ওপর প্রশ্ন তুললেন তিনি।
অভিনয়ের কোনও দাম নেই, যেটার দাম রয়েছে সেটা হল একজন অভিনেত্রীকে কেমন দেখতে। অন্তত ভারতবর্ষে এভাবেই একজন নায়িকাকে কাস্ট করা হয় ছবিতে, দাবি করেছেন তিনি। বলেন, "যে ধরনের চেহারা না থাকলে তাঁর প্রধান চরিত্রে কোনোদিন কাস্ট করা হবে না, সেই ধরনের চেহারা আমার মেয়ের হবে না ভবিষ্যতে। ওর গড়ন দেখলেই সেটা বোঝা যায়। আমি চাই না, ও পরবর্তীকালে এটাই ভাবুক যে ওকে দেখতে ওরম নয় বলে সেই চরিত্রগুলো ও পেল না। ও মারাত্মক হীনমন্যতায় ভুগবে। ভারতবর্ষে তো বটেই, বাংলা সিনেমাতেও একই পরিস্থিতি। দেখতে ভাল না হলে সুযোগ নেই। সে অভিনয় পারুক আর না পারুক, দেখতে কেমন সেটা খুব দরকারি ওদের কাছে।"
অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় বেজায় সক্রিয়। কাজের পাশাপাশি মাঝেমধ্যেই ঘুরতে বেরিয়ে পড়েন তিনি। কিন্তু, একথা সাফ জানালেন, মেয়ে অভিনেত্রী হোক এটা চান না। কারণ, দিন দিন মেয়ে গুমরে কাঁদবে, এটি তিনি দেখতে পারবেন না।