Advertisment
Presenting Partner
Desktop GIF

শরীর ভাল নেই তনুজার, রাখা হল ICU-তে

এখন কেমন আছেন অভিনেত্রী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
actress tanuja got hospitaLISED at the age of 80

অসুস্থ তনুজা

আচমকাই অসুস্থতা, গতকাল রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেত্রী তনুজাকে। কী হয়েছে বলিউড অভিনেত্রীর?

Advertisment

কাজলের মা, অর্থাৎ তনুজাদেবী জুহুতে হাসপাতালে ভর্তি। তার বয়স হয়েছে ৮০ বছর। সুত্রের খবর, বার্ধক্যজনিত কারণেই তিনি হাসপাতালে ভর্তি। রাখা হয়েছে কড়া নজরে। রয়েছেন আইসিইউ-তে।

অভিনেত্রীর শারীরিক অবস্থা কেমন এখন?

পিটিআই সুত্রে খবর, তাঁকে আইসিইউে রাখা হলেও, এখন তিনি ভাল আছেন। তাই আশঙ্কার কোনও কারণ নেই। অভিনেত্রী কাজ করেছেন নানা ছবিতে। কুমারসেন সামরথ এবং শোভনা সামরথের কন্যা তনুজা বলিউডের পাশাপাশি কাজ করেছেন বাংলাতেও।

একের পর এক ছবিতে উত্তমের সঙ্গে কাজ করেছেন। দেয়া নেয়া, অ্যান্টনি ফিরিঙ্গির মতো ছবিতে তাঁর অভিনয় মন কেড়েছে। উত্তমের নায়িকাদের তালিকায় তাঁর নাম কিন্তু ভোলার নয়। বিবাহসুত্রে তিনি সমু মুখোপাধ্যায়ের সগে আবদ্ধ হন।

উল্লেখ্য, দুই মেয়ে কাজল এবং তানিশা গতকাল মায়ের অসুস্থতার কথা শুনেই গিয়েছিলেন হাসপাতালে। পরিবার সুত্রে এখনও তাঁর শারীরিক বিষয়ে কিছু জানানো হয়নি।

tanuja bollywood Entertainment News
Advertisment