মমতা কুলকার্নি যিনি নিজের কান্ডকীর্তি এবং বিশেষ সন্ন্যাস গ্রহণের কারণেই আলোচনায় ছিলেন, এবার তাঁকে নানা বিষয়ে মুখ খুলতে দেখা গিয়েছে। মহা মান্ডলেশ্বর পদ থেকে বহিষ্কৃত অভিনেত্রী। প্রয়াগ রাজে গিয়ে নিজের পিণ্ডদান করে কিন্নর আখাড়া থেকে সন্ন্যাস নিয়েছিলেন তিনি। তবে, তাঁর শেষ ছবি ছিল বাংলায়।
বলিউডের বহু অভিনেতা এই বাংলার বুকে নানা ছবিতে অভিনয় করেছেন। সেরকম একজন মমতা কুলকার্নি। একসময় তিনি হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। কাজ করেছিলেন শাহরুখ খানের সঙ্গে করণ অর্জুন ছবিতেও। কিন্তু, অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর নাকি এই ইন্ডাস্ট্রিতে আসার কোনরকম ইচ্ছেও ছিল না। এমনকি, এও বলেছেন যে মায়ের জেদের কারণেই অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। কিন্তু শেষ কোন ছবিটি করেছেন জানা আছে?
যতদূর জানা যাচ্ছে, বাংলাতেই শেষ ছবি করেছিলেন তিনি অভিনয় জগতকে টাটা বাইবাই বলার আগে। এবং সেই ছবিতে অভিনয় করেছিলেন বাংলার অন্যান্য তারকারাও। তাঁদের কেউ কেউ তো এখনও যথেষ্ট জনপ্রিয়। ২০০১ সালে বংশধর নামক বাংলা ছবি পরিচালনা করেছিলেন অভিজিৎ সেন। সেই ছবিতে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, রনিত রায়, চিন্ময় রায়, এমনকি, ভিক্টর বন্দোপাধ্যায়। এই ছবিতেই শেষ দেখা গিয়েছিল তাঁকে। এবং তাঁর পর তিনি ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেন। সেই যে দীর্ঘ বছর আগে তিনি চলে গিয়েছিলেন, ফের তাঁকে সন্ন্যাস কিংবা ধর্ম নিয়ে কথা বলতে দেখা গেলেও, সিনেমা নিয়ে কথা বলতে দেখা যায়নি।
/indian-express-bangla/media/post_attachments/3d615a4c-d82.jpg)
উল্লেখ্য, বর্তমানে তিনি সব ছেড়ে সন্ন্যাস নিয়েছেন। এমনকি, সন্ন্যাস গ্রহণের সময় কেঁদে ভাসিয়েছেন তিনি। এও বলেছিলেন, তাঁর মহাদেব এবং মা কালীর কৃপা সবটাই। যেকারণে, তিনি নিজের জীবনের সব ছেড়ে সন্ন্যাস নিয়েছেন। নাম বদলে হয়েছেন, শ্রী ইয়ামই মমতা নন্দগিরি। এখানেই শেষ না, যদিও বা তাঁকে সনাতন ধর্মের প্রতি অজ্ঞ ঘোষণা করেই তাঁর কিন্নর আখড়ার পদ কেড়ে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, একসময় শাহরুখ খান নিজেই বলেছিলেন, যে করণ অর্জুনের শুটিং এ একটি গান চলাকালীন, রীতিমতো ভুক স্টেপে নেচে যাচ্ছিলেন তাঁরা। মমতার নাচের ওপর এত দক্ষতা ছিল, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলের ভুল ধরিয়ে দিয়েছিলেন। এমনকি, যে ইশারায় তাঁদেরকে ডেকেছিলেন মমতা, সেটাও মনে রেখেছেন কিং খান।