Advertisment

গায়িকা 'জুন আন্টি', জীবনের প্রথম গানের অ্যালবাম লঞ্চ করলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী

শুনে নিন অভিনেত্রীর কণ্ঠে সেই অপূর্ব গান।

author-image
IE Bangla Web Desk
New Update
ushashi

অভিনেত্রী এখন গায়িকা। টেলিদর্শকদের অন্দরমহল কাঁপানো 'জুন আন্টি' এখন গায়িকাও। আজ্ঞে হ্যাঁ, জীবনের প্রথম গানের অ্যালবাম বের করলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী (Ushasie Chakraborty)। সদ্য অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন প্রথম গানের অ্যালবামের কথা। আর সেই প্রেক্ষিতেই উষসীর সোশ্যাল ওয়ালে এখন শুভেচ্ছাবার্তার বন্যা।

Advertisment

জীবনের প্রথম অ্যালবাম, আর তাতে রবীন্দ্রসংগীত গেয়েছেন উষসী। অ্যালবামের নাম 'সকল রসের ধারা'। গানের লিংক শেয়ার করে অনুরাগীদের আবদারও রেখেছেন যে, তাঁর কণ্ঠে রবীন্দ্রসংগীত কেমন লাগল, তা জানানোর কথা। আবার ভুল-ত্রুটি হলে আগেভাগেই ক্ষমা চেয়ে নিয়েছেন। পেশাদার গায়িকা তিনি নন বটে! কিন্তু দিব্যি গেয়েছেন। তাঁর কণ্ঠে সেই গান যে অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে, তা অভিনেত্রীর পোস্টের কমেন্ট বক্সে উপচে পড়া শুভেচ্ছাবার্তাগুলির দিকে চোখ রাখলেই বোঝা যায়। কণ্ঠে উদাসীভাব, আবেগ এ যেন একেবারে অন্য উষসী। দর্শকদের কাছে অচেনা।

উষসী গান গাইতে এবং শুনতে ভালবাসেন। সেখান থেকেই গানের প্রতি অনুরাগ তাঁর। আর সেই ভালবাসা থেকেই এবার একটা পুরোদস্তুর গানের অ্যালবাম লঞ্চ করে ফেললেন অভিনেত্রী। ফেসবুক পোস্টে সেকথাই লিখেছেন উষসী। বললেন, "আমি পেশাদার গায়িকা নই। ভালবাসি গাইতে এবং শুনতে। সেই ভালবাসা থেকেই এই গান। ভুল-ত্রুটি মার্জনা করবেন।" তবে এটি অভিনেত্রীর একক অ্যালবাম নয়। 'সকল রসের ধারা' অ্যালবামে তাঁর সঙ্গে গান গেয়েছেন অনুষ্কা দাস। আর সংগীতের আয়োজন করেছে সানাই।

Ushasie Chakraborty
Advertisment