/indian-express-bangla/media/media_files/2024/10/28/Pfd58meuNqbjUB1GMg8T.jpg)
Vidya Balan questions on RG Kar: কলকাতায় এসে কী প্রশ্ন করলেন তিনি? ছবি : শশী ঘোষ
কলকাতা তাঁর আরেকটা শহর। একথাই বারবার বলে এসেছেন বিদ্যা। না, সে একেবারেই মিথ্যে নয়। কারণ, ২০০৩ সালে তাঁর সিনে দুনিয়ার শুরুটা হয়েছিল ভাল থেকো বাংলা ছবি দিয়েই। যেমন ভাল তিনি বাংলা বলতে পারেন, তেমনই এই শহরের প্রতি তবে টান রয়েছে।
তাই, তো কলকাতায় ভুল ভুলাইয়া ৩ ছবির প্রমোশন করতে এসে, অভিনেত্রীকে দেখে মনে হল, ঠিক যেন বাড়ির মানুষদের সঙ্গে গল্প করতে বসেছেন তিনি। এর আগে, ভুল ভুলাইয়া ৩ এর প্রথম ভাগে মঞ্জুলিকা হিসেবে তাক লাগিয়েছিলেন তিনি। ফের একবার এই ভাগে। কার্তিক আরিয়ান সহ তিনি শহরে এসেই আরজি কর প্রসঙ্গে কথা বলেন।
অভিনেত্রীকে শুধু নিজের মন্তব্য রাখতে না, বরং বেশ কিছু প্রশ্ন ছুঁড়তে দেখা যায়। তিনি নিজেও যেন ভাবতে পারলেন না, যে কলকাতার মত শহরে যেখানে মাতৃ আরাধনা করা হয়, শক্তির পুজো করা হয়, সেখানে এহেন ঘটনা কীভাবে ঘটল। অভিনেত্রী ভারাক্রান্ত স্বরেই বললেন...
"কলকাতা মায়ের শহর, প্রতিবাদের শহর। আমার কেরিয়ারের শুরু এই শহর দিয়ে। যে শহরে মায়ের আরাধনা করা হয়, পুজো হয়, সেখানে এহেন ঘটনা কীভাবে ঘটল? আমি ভীষণ দুঃখ পেয়েছিলাম।" উল্লেখ্য, অভিনেত্রী যতবার কলকাতায় এসেছেন, ততবার বলে গিয়েছেন, এই শহরের প্রতি তাঁর টান সাংঘাতিক। তাই, এহেন হৃদয় মোচড় দেওয়া ঘটনায় তিনি চিন্তিত।
প্রসঙ্গে, এই ছবিতে বিদ্যা বালানকে দেখা যাবে মাধুরী দীক্ষিতের সঙ্গে। মাধুরীর সঙ্গে তাঁর নাচের নানা ভিডিও ভাইরাল হয়েছে। অভিনেত্রী, নিজেও বেশ আতঙ্কে ছিলেন। কিন্তু, তিনি কলকাতায় এসেই বলেন, "প্রথম থেকেই খুব ভয়ে ছিলাম, যে মাধুরী ম্যমের সঙ্গে নাচতে হবে। কিন্তু, পরে দেখলাম সবটাই খুব ভাল হল।"