আচমকাই অসুস্থ 'কেরালা স্টোরির' নায়িকা আদা শর্মা! ভর্তি করা হল হাসপাতালে...

অসুস্থ আদা! কেমন আছেন এখন?

অসুস্থ আদা! কেমন আছেন এখন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
adah sharma have serious health issues

অসুস্থ আদা শর্মা

সিনেমা হিট হওয়ার পর থেকেই তিনি চর্চায়। দ্যা কেরালা স্টোরির সাফল্যের পর আদা শর্মাকে নিয়ে শোরগোল কম নেই। ছবি সিনেমাহলে মুক্তি পাওয়ার সময়েও একবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এবারও, তিনি হাসপাতালে…

Advertisment

আদা শর্মা, যিনি এর আগেও অভিনয় করেছিলেন। হাসি তো ফাসি ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে তাঁকে দেখা যায়। কিন্তু জনপ্রিয়তা পেলেন দ্যা কেরালা স্টোরি দিয়েই। আচমকা অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী। তাঁর মাত্রা এতই যে, হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। কী হয়েছে তাঁর?

সুত্রের খবর, খাবার দাবার থেকেই অ্যালার্জি এবং ডায়রিয়া। মাত্রাতিরিক্ত অস্বস্তি বাড়তেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, আপাতত তিনি ভাল রয়েছেন। অনেকটাই সুস্থ রয়েছেন। তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। কানাঘুষো, খবর তিনি নাকি নিজের নতুন ওয়েব সিরিজের প্রস্তুতিতে ব্যাস্ত।

Advertisment

উল্লেখ্য, তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। কেউ কেউ এই ছবিকে, বিশেষ করে আদাকে যা নয় তাই বলেছেন। আবার কেউ কেউ অভিনেত্রীর অভিনয়কে প্রশংসায় ভরিয়েছেন। আবার কারওর কথায়, এহেন প্রোপাগান্ডা ছবিতে অভিনয় করাই ভুল হয়েছে তাঁর।

bollywood Entertainment News Adah Sharma