Salman Khan Behave With Adi Irani: বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী অরুণা ইরানির ভাই আদি ইরানি। বলিউডের একাধিক ছবিতে কাজ করেছেন। দিল, বেটা, বাজিগড় সহ বহু ছবিতে অনিল কাপুর, শাহরুখ খান, আমির খানের মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পেয়েছেন। সকলের সঙ্গেই কাজের অভিজ্ঞতা বেশ ভাল। কিন্তু, বলিউডের ভাইজান সলমান খান? তাঁর সঙ্গে চোরি চোরি চুপকে চুপকে-তে একসঙ্গে কাজ করেছিলেন। Filmymantra Media-কে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন আদি ইরানি। সেখানেই তিনি শুটিং সেটে সলমনের 'রাউডি ইমেজ' নিয়ে মুখ খোলেন অভিনেতা। তাঁকে রক্তাক্ত অবস্থাতেই ফেলে রেখে কী ভাবে সলমান চলে গিয়েছিলেন পুরনো দিনের সেই স্মৃতি রোমন্থন করলেন আদি ইরানি।
তাঁর নজরে, সলমন খান নিজের শর্তে জীবনে বাঁচেন। তাঁর চারপাশের পরিবেশ, কে কী বলছেন সেই দিকে কোনও হুঁশ থাকে না ভাইজানের। তবে সলমান খানের এই আচরণকে অহংকার বলে হয়নি। বরং, সেটা ছিল তাঁর শিশুসুলভ মনোভাব। চোরি চোরি চুপকে চুপকে সেটের একটি ঘটনা শেয়ার করতে গিয়ে বলেন, 'যখন চোরি চোরি চুপকে চুপকের শুটিং চলছিল তখন আমাকে আয়নার দিকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। কাচ ভেঙে মুখে ঢুকে গিয়েছিল। রক্তক্ষরণ হচ্ছিল। খুব খারাপ অবস্থা হয়েছিল। আমি যদি পরবর্তী শুটিংয়ের জন্য না বলে দিতাম তাহলে পুরো শুটিংটাই বন্ধ হয়ে যেত। এক-দুমাসের জন্য যদি ছুটি নিতাম তাহলে প্রযোজকের ক্ষতি হয়ে যেত। কিন্তু, আমি সেটা হতে দিইনি।'
এই ঘটনায় সলমনের কী প্রতিক্রিয়া ছিল? স্মৃতিচারণা করতে গিয়ে আদি বলেন, 'যখন আমার লাগল, রক্ত বেরচ্ছে সবটা দেখেও সলমান সেখান থেকে চলে গিয়েছিলেন। নিজের ঘরে বসে ছিলেন। কিন্তু, পরদিন শুটিং সেটে পৌঁছতেই সলমান আমাকে ওঁর ঘরে ডেকে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করলেন। ক্ষমা চেয়ে বললেন আমি তোমার চোখে চোখ রেখে কথা বলতে পারছি না। আমার খুব খারাপ লগছে। এই ব্যবহারটা আমার সত্যিই ভাল লেগেছিল।' আব্বাস-মস্তান পরিচালনায় এই ছবিতে কাজ করেছিলেন সলমন, প্রীতি ও রানি মুখোপাধ্যায়।