রামায়ণের নামে ভয়ঙ্কর অপমান, সোশ্যাল মিডিয়া তোলপাড় 'আদিপুরুষ' ছবি নিয়ে। যেমন অকথ্য ডায়লগ, তেমনই বাজে VFX, তাঁর সঙ্গে স্ক্রিপ্ট এবং অভিনয় প্রসঙ্গেও চোখ কপালে দর্শকদের। দু ঘন্টা পুরোপুরি নষ্ট! টাকার শ্রাদ্ধ বলেই উল্লেখ করছেন সকলে। কিন্তু তারপরেও?
রাবণের গোটা গা জুড়ে সাপ, সে বীনা বাজাচ্ছে, দ্রৌপদীকে কাঁটাতারে বেঁধে নিয়ে যাচ্ছে, পুষ্পক রথের জায়গায় সুকুমার রায়ের ট্যাশ গরুর ন্যায় এক অদ্ভুত জীব! এটা রামায়ণ নাকি পাগলের প্রলাপ, এই নিয়েই শোরগোল। কিন্তু, এত কিছুর পরেও সিনেমার বক্স অফিসে কিন্তু একটুও ভাটা পড়েনি। বরং, যেহারে টাকার অঙ্ক বাড়ছে তাতে বেশ অবাক হতে হয়। রিলিজের প্রহজোম সপ্তাহেই বিশ্বজুড়ে ৩০০ কোটির ব্যবসা করে ফেলেছে।
শুনতে অবাক লাগলেও প্রথম দিনই এই ছবি ব্যবসা করেছে ১৪০ কোটির। দ্বিতীয় দিন, ২৪০ কোটির। যদিও তৃতীয় দিন মাত্র ৬৫ কোটির আয় করেছে এই ছবি। শুরু থেকেই যারা টিকিট কেটে এই ছবি দেখতে গিয়েছেন তারাও যেন আশাহত হয়ে ফিরেছেন। বিশেষ করে ছবির ডায়লগ। হনুমানের মুখে এমন ডায়লগ আশা করেন নি কেউই। ছোটবেলার সেই জাপানিজ ভার্সনের সঙ্গে তাঁরা তুলনা করেছেন। ভারতীয় হয়ে মহাকাব্যের এহেন অপমান। পরবর্তীতে সিনেমার নির্মাতাদের তরফে যা বললেন...
আরও পড়ুন < ছেলের বিয়ের পরই এহেন ব্যবহার! দেওল পরিবারের আচরণে চোখ কপালে… >
"কিছু কিছু ডায়লগ পরবর্তী সময়ে কেটে বাদ দেওয়া হবে অথবা পরিবর্তন হবে। মানুষের ভাবনায় আঘাত লাগানো হয়েছে এই ছবি নিয়ে। যেটি একদম সঠিক নয়। আমরা, আমাদের ডায়লগের কারণে অনেক উল্লেখ করতে পারি কিন্তু সেগুলো আপনাদের ভাবনায় কোনও বদল আনবে না। আমরা খতিয়ে দেখব। কোথায় কি পরিবর্তন করা যায়। এই সপ্তাহেই সেগুলো জোড়া হবে ছবিতে। প্রভু রাম আপনাদের মঙ্গল করুন।"
৫০০ কোটি দিয়ে বানানো হয়েছে এই ছবি। তাঁর সঙ্গে প্রভাস ছিলেন মূল আকর্ষণ। সারাজীবন বিগ বাজেটের ছবি উপহার দিয়েছেন। তবে, সিনেপ্রেমীরা রাম হিসেবে খুব একটা তাঁকে পছন্দ করেননি। কেউ কেউ তো প্রভাসের লুক দেখেও অবাক হয়েছেন যথেষ্ট। হল জুড়ে হাসাহাসি, আবার কেউ কেউ ছোট ছোট ক্লিপ তুলেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেই ঘিরেই শোরগোল।