/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/2.jpg)
সামনেই বিয়ে প্রভাসের?
বলিউডের থেকে দক্ষিণের তারকাদের নামডাক এখন অনেকটাই বেশি। সাউথের ছবিও সারা ভারতের তাণ্ডব চালাচ্ছে। বিশেষ করে প্রভাসের বাহুবলী রিলিজের পর থেকেই এই ট্রেন্ড যেন আরও বেড়েছে। অভিনেতা ব্যস্ত নিজের নতুন ছবি আদিপুরুষ নিয়ে। তাঁর মধ্যেই প্রকাশ্যে এক নিদারুণ সত্য।
প্রভাস বিয়ে কবে করছেন? এই প্রশ্নই এতদিন শুনে আসছেন। গুজব এমনই কৃতি স্যাননের সঙ্গে নাকি প্রেম করছেন তিনি। যদিও, এই খবরে সিলমোহর দেন নি অভিনেতা। তবে, একথা জানিয়েছেন যে কোথায় বিয়ে করতে চান তিনি। প্ল্যানিং সেরে ফেলেছেন সাউথের অভিনেতা। সম্প্রতি আদিপুরুষ রিলিজের আগেই মাথা ঠুকতে গিয়েছিলেন তিরুপতি।
আরও পড়ুন < ‘হাঃ, তৈরি থাকুন! অনেক নতুন কিছু দেখার বাকি..’, চাঞ্চল্যকর স্বীকারোক্তি দেবের >
অভিনেতা বললেন, আমি তিরুপতি মন্দিরেই বিয়ে করব। পাশে তখন দাঁড়িয়ে কৃতি। সকলের সামনেই এই সত্যিটা স্বীকার করলেন প্রভাস। বরুণ ধাওয়ান নিজেই উস্কে ছিলেন এই গুজব, যে কৃতির সঙ্গে নাকি গাঁটছড়া বাঁধার প্ল্যান করছেন দক্ষিণের সুপারস্টার। প্রভাসের দায়িত্ব বেড়েছে একথাও বলা যায়। তাই তো, বছরে দু তিনটি ছবি রিলিজের কথাও সেরে ফেললেন।
অক্ষয় কুমার হয়ে যাচ্ছেন না তো প্রভাস? বললেন... আমি চেষ্টা করব যাতে বছরে দুই তিনটি ছবি রিলিজ করে। আমার নিজস্ব রুটিনের বাইরে বেরিয়ে কাজ করব। প্রতিবছর চেষ্টা করব নতুন সব ছবি উপহার দেওয়ার। আমি আসলে কথা বলতে চাই না সেই জায়গায় কাজ বেশি করতে চাই। আমার কাছে এটাই সুবিধার, তোমরা কি গ্রহণ করবে আমায় এভাবে?
উল্লেখ্য, সামনেই রিলিজ করবে এই ছবি। ছবিতে রাবণের ভূমিকায় অভিনয় করেছেন সইফ আলি খান। রামায়ণ হলেও এবার এক নিদারুণ অভিজ্ঞতা পাবেন দর্শকরা। উত্তেজনা তুঙ্গে প্রভাস ভক্তদের।