ছবির ডায়লগ মানুষের মণিকোঠায় জায়গা নেয় সারাজীবনের জন্য। কিন্তু আদিপুরুষ ছবির ডায়লগ শোনার পর থেকেই যেন রাতের ঘুম উড়েছে বেশিরভাগের। হনুমান জী নাকি বাপ-মা তুলে গালাগালি দিচ্ছে! ছবির VFX নিয়েও একেবারেই খুশি নন রামায়নপ্রেমীরা।
সূত্রের খবর ছিল এমনই, রিলিজ করার পর এহেন ভয়ঙ্কর প্রতিক্রিয়া দেখার পর আবারও কাজ করা হবে ডায়লগ এবং স্ক্রিন-পলের ওপর। কিন্তু তাতেও মন গলে নি দর্শকদের, উল্টে তাঁরা আজও বেজায় ক্ষেপে রয়েছেন। রামায়ণ নিয়ে এহেন দুঃসাহস? অতঃপর ক্ষমা চাইলেন ছবির সংলাপ লেখক মনোজ মুন্তাসির।
নিজের শুদ্ধ হিন্দির কারণে বেশ জনপ্রিয় তিনি। এই ভাষায় তাঁর প্রবল দক্ষতা। তারপরেও কী করে এমন ভুল হয়? ফলেই ক্ষমা চাইলেন তিনি। টুইটারে লিখলেন, আমি জানি এবং মানি যে আদিপুরুষ আপনাদের ভাবনায় আঘাত করেছে। আমার সব ভাইবোন, সাধু-সন্ত, করজোড়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি প্রার্থনা করব যেন পবনপুত্র হনুমান একজোটে আমাদের বেঁধে রাখেন। এই মহান দেশের হয়ে যেন আমরা কাজ করতে পাড়ি। নিজেদের সনাতন ধর্মের রক্ষা করতে পারি।
প্রভাস অভিনীত এই ছবিকে নিয়ে আশায় ছিলেন তাঁর ভক্তরা। যদিও, কিছুদিন পরেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এই ছবি। সাফল্যের মুখ না দেখলেও নিজের নতুন ছবির ঘোষণা করে দিয়েছেন প্রভাস। আপাতত, ব্যস্ততা সেদিকেই।