Advertisment
Presenting Partner
Desktop GIF

Aditya Roy Kapoor: কাজের ফাঁকেই ছিনিয়ে নেন রণবীরের প্রেমিকা, আদিত্য রায় কাপুর যা সাফাই গাইলেন...

Ranveer Singh - Aditya Roy Kapoor: রণবীর সিংয়ের সঙ্গে না চাইতেই জড়িয়ে গিয়েছিলেন তিনি। কারণ? একই কলজে পড়তেন তাঁরা। দুজনের বন্ধুদের মধ্যে মিল ছিল। তবে, তাঁরা একই মেয়ের প্রেমে পড়েছিলেন একথা জানা ছিল?

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
aditya ranveer

Ranveer-Aditya: যা করেছিলেন আদিত্য, আজও ভোলেননি রণবীর...

সলমন খানের পর বলিউডের অন্যতম ব্যাচেলর যদি কেউ থেকে থাকেন, তবে তিনি আদিত্য রায় কাপুর। আর আজ তাঁর জন্মদিন। বেশ কিছু মাস তিনি প্রেম করেছেন অনন্যা পান্ডের সঙ্গে। কিন্তু তাঁর আগেও ছিল বেশ কয়েকটি সম্পর্ক।

Advertisment

বেশ অল্প বয়স থেকেই প্রেমের সম্পর্ক জড়িয়েছিলেন তিনি। কিন্তু, এবার রণবীর সিংয়ের সঙ্গে না চাইতেই জড়িয়ে গিয়েছিলেন তিনি। কারণ? একই কলজে পড়তেন তাঁরা। দুজনের বন্ধুদের মধ্যে মিল ছিল। তবে, তাঁরা একই মেয়ের প্রেমে পড়েছিলেন একথা জানা ছিল? আদিত্য রায় কাপুর, এবং রণবীরের সিংয়ের মধ্যে যা ঘটেছিল।

আজ আদিত্যর জন্মদিন। এবং কিছুদিন আগেও তিনি করিনা কাপুরের শোয়ে এসে জানিয়েছিলেন, তাঁর রিলেশনশিপ স্ট্যাটাস খুব চিলিং। এখন, আর নতুন সম্পর্কে নেই তিনি। কিন্তু, এমন এক কান্ড ঘটেছিল অতীতে যা অনেকের অজানা। এবং সবার প্রথম সেই ঘটনার উত্থান করেছিলেন রণবীর নিজেই। ইন্ডাস্ট্রিতে আসার পর রণবীরের প্রেম কাহিনী শুরু হয় অনুষ্কার হাত ধরে, তারপর সেই সম্পর্ক ভেঙে গেলে দীপিকার সঙ্গেই জীবনের অনন্য উচ্চতায় পৌঁছে যান তিনি।

কিন্তু, কলেজে পড়াকালীন এমন একজনের সঙ্গে প্রেম করতেন রণবীর, যিনি নিজে বলিউডের এক বিখ্যাত মানুষ। ধর্মেন্দ্র কন্যা অহনা দেওলের সঙ্গে রণবীরের সম্পর্ক ছিল। ২০১৭ সালে নেহা ধুপিয়ার শোয়ে এসে সেকথা প্রকাশ্যে জানিয়েছিলেন রণবীর। তাঁর কথায়, গুজারিশ ছবির সেটে অহনা দেওলের সঙ্গে আদিত্যর সম্পর্ক অন্যদিকে মোড় নেয়। এবং তাঁদের প্রেমের সম্পর্ক শুরু হয়। যদিও বা পরে এই প্রসঙ্গে আদিত্য অন্য কিছুই জানিয়েছিলেন।

রণবীরের অভিযোগ কিছুটা এমনি ছিল, যে তাঁর সঙ্গে সম্পর্কে থাকাকালীন নাকি আদিত্যর প্রতি মন মজে অহনার। কিন্তু পরবর্তীতে আশিকী ২ অভিনেতা জানান, একেবারেই না। বরং, রণবীরের সঙ্গে অহনার ব্রেকাপ হওয়ার ৭/৮ মাস পরেই তাঁদের সম্পর্ক শুরু হয়। যদিও পরবর্তীতে তাঁরা আলাদা পথে পা বাড়ান। তারপর, বলিউডে অনেক তারকার সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। যাদের মধ্যে শ্রদ্ধা কাপুর অন্যতম।

 

 

aditya roy kapoor Bollywood Actor bollywood Ranveer Singh Bollywood Directors
Advertisment