সামনে যখন দাঁড়িয়ে বলিউডের একমাত্র ব্যাচেলর হিরো, তখন নিজেকে আর সামলে রাখা যায়? একে একে সব অভিনেতারা বিয়ে করলেও আদিত্য রয় কাপুর আজও অবিবাহিত। বিশেষ করে তাঁর মহিলা ফ্যান ফলোয়িং কিন্তু দেখার মত। ড্যাশিং আদিত্যকে দেখেই যেন সামলাতে পারলেন না এক রমণী, তারপর?
আদিকে দেখেই চূড়ান্ত ভিড়! মেয়েরা দলে দলে এগিয়ে গেছেন ছবি তুলতে। তারমধ্যে মাঝবয়সী এক মহিলার কান্ড কীর্তি দেখে অবাক অভিনেতা নিজেই। আদির সঙ্গে শুধুই যে ছবি তুললেন এমনটা নয় বরং তাঁকে জড়িয়ে ধরে চুমু পর্যন্ত খেতে গেলেন। আর বরাবরের লাজুক আদিত্য কোনমতে তাঁকে বাঁধা দেওয়ার চেষ্টা। রীতিমতো পালিয়ে যাওয়ার উপক্রম। পরনে সাদা শার্ট, ব্লু ডেনিম – আদিত্যর তখন যাই যাই অবস্থা!
এদিকে, সেই মহিলার কান্ডকীর্তি দেখে হেসে খুন আশেপাশের মানুষ। আদিত্য হাত ধরে কোনওরকমে শান্ত করলেন তাঁকে। হাসিমুখে বাঁধা দিলেন। জোরজার করেও লাভ হল না। তবে, অভিনেতার এর শান্ত মনোভাবকে কুর্নিশ জানিয়েছে সকলেই। একজন ফ্যানকে এভাবে হাসিমুখে সামলানোর যে পন্থা তিনি অবলম্বন করেছেন তাতেই সন্তুষ্ট দর্শকরা।
আবার, মজার কমেন্ট করতেও দেখা গেল তাঁদের। কেউ কেউ রসিকতার সুরেই বললেন, একা ছেলে খোলা সিন্দুকের মত। আবার কেউ কেউ বললেন, ইশ! মেয়েটি উচ্চতায় একটু খাটো, নইলে ইচ্ছেপূরণ হয়ে যেত। আবার কেউ কেউ মোটেই ভাল চোখে দেখেন নি এই আচরণ! তাঁদের কথায়, তারকা বলে কি প্রাইভেসি নেই, জোর করে এমন কাজ করবেন কেন?
উল্লেখ্য, তথাকথিত বলিউডের জেন্টেলম্যান হিসেবে পরিচিত আদিত্য। কবে বিয়ে করছেন এই নিয়েও প্রশ্নের শেষ নেই। কেউ কেউ বলেন, অনন্যা পান্ডেকে ডেট করছেন তিনি। কিন্তু নিজে মুখে সে বিষয়ে কিছুই জানান নি আদিত্য। বিয়ের পিঁড়িতে আদৌ কবে বসেন সেই নিয়েই আলোচনা তুঙ্গে।