Advertisment
Presenting Partner
Desktop GIF

চেনাই যাচ্ছে না আদনান সামিকে, ওজন ঝরিয়ে অনুরাগীদের চমকে দিলেন সঙ্গীতশিল্পী

তাঁর নয়া অবতারে হতবাক অনুরাগীরা

author-image
IE Bangla Entertainment Desk
New Update
adnan sami

আদনান সামি

থোরি সি তো লিফট কারাদে- একেবারেই সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের যেন চক্ষু চড়কগাছ! সেই মানুষ আর এই মানুষকে একেবারেই কোনওভাবে মিলিয়ে নিতে পারছেন না। কথা হচ্ছে আদনান সামির ( Adnan Sami )। তাঁর এই নতুন অবতারে ঝর উঠেছে নেট পাড়ায়।

Advertisment

বেশ কিছু বছর আগেও একবার নিজের অতিরিক্ত ওজন কমিয়ে তাক লাগিয়েছিলেন আদনান। তবে এবার যেন একেবারেই ভোল বদল! রোদ-চশমা, ব্ল্যাক টি-শার্ট মালদ্বীপের বুকে আগুন ছড়াচ্ছেন শিল্পী। ইন্সটাগ্রামে ছবি শেয়ার করেই তিনি লিখলেন, চিলিং- স্বর্গের দুনিয়ায়। এবং তাঁর এই নতুন চেহারায় হতবাক সকলে। এতটা বদল একজন মানুষের হতে পারে এ যেন কেউ কল্পনাই করতে পারছেন না।

তাঁর এই বদলানো চেহারায় কেউ কেউ তো তাঁকে চিনতে পর্যন্ত পারলেন না। অবাক চোখেই জিজ্ঞেস করলেন, আপনি আবার কে? আবার কেউ বললেন, এত হট!!! আমি তো আমার চোখকেই বিশ্বাস করতে পারছি না। চোখ-মুখ একেবারেই ভেঙে গেছে শিল্পীর।

আরও পড়ুন < সাক্ষী থাকল আইফেল টাওয়ার, অর্জুনের জন্মদিনে আবেগঘন পোস্ট মালাইকার >

আদনানের এই বদল, যেন ফিটনেসের দুনিয়ায় এক মাইলস্টোন! ১৫৫ কেজি ওজন কমেছে তাঁর। প্রথম দিনের থেকে তাঁকে মেলানো একেবারেই দায়। সুটেড-বুটেড আদনানকে যেন সেদিনের কুর্তা পাজামার সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না অনেকেই।

Adnan Sami bollywood Entertainment News
Advertisment