Oscar 2025: ২২ বছর পর ফের অস্কারজয়, মঞ্চে ওঠার আগে প্রেমিকার দিকে চুইংগাম ছুঁড়ে ট্রোলড আদ্রিয়ান ব্রডি

Adrien Brody Oscar 2025: দীর্ঘ ২২ বছর পর ফের গোল্ডেন লেডি হাতে নিলেন আদ্রিয়ান ব্রডি। মঞ্চে ওঠার আগে প্রেমিকার দিকে ছুঁড়ে দিলেন চুইংগাম। সেটা আবার ক্যাচ নিলেন তাঁরল প্রেমিকা। এই ঘটনায় নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
asxdasdx

প্রেমিকার দিকে চুইংগাম ছুঁড়ে ট্রোলড আদ্রিয়ান ব্রডি

Oscar 2025 winner: ৯৭ তম অ্যাকাডেমি অ্যাওয়র্ডসের মঞ্চে সেরা সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হলেন আমেরিকান অভিনেতা আদ্রিয়ান ব্রডি। মঞ্চে উঠে গোল্ডেন লেডি হাতে নেওয়ার আগে যা করলেন তাতে একেবারে চারিদিকে ছিছিক্কার! সোশ্যাল মিডিয়ায় ভক্তরাও তাঁর এই ব্যবহারে রীতিমতো রেগে কাঁই। অস্কারের মঞ্চে কী এমন করে বসলেন আদ্রিয়ান ব্রডি? সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে মঞ্চে ওঠার আগে প্রেমিকার দিকে মুখ থেকে চুইংগাম বের করে ছুঁড়ে দিলেন আদ্রিয়ান ব্রডি। সেটি আবার ক্যাচ নিলেন তাঁর প্রাণভোমরা। এই আচরণে ক্ষুব্ধ নেটনাগরিকরা। নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়। অস্কারের মঞ্চে সেরা অভিনেতা নির্বাচিত হওয়ার পর এমন আচরণ কখনই কাম্য নয় বলে দাবি করেছেন অনুরাগী থেকে নেটিজেনরা।

Advertisment

The Brutalist-এ Hungarian Architect-র চরিত্রের জন্য সেরা অভিনেতার সম্মানে সম্মানিত হলেন অভিনেতা আদ্রিয়ান ব্রডি। অস্কারের ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছিল এই ছবি। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে ৭৮ তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস (BAFTAs)-এ আদ্রিয়ান ব্রডি বলেছিলেন, 'একটা জিনিস আমাদের প্রত্যেকের একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত। কী ভাবে আমরা অন্যের সঙ্গে আচরণ করব। আর অন্যরাও কী ভাবে আমাদের সঙ্গে আচরণ করবে।' তারপর নিজেই এই ঘটনা ঘটালেন! প্রেমিকার দিকে চুইংগাম ছুঁড়ে দেওয়াকে 'উদ্ধত' বলে কটাক্ষ করেছেন ভক্তরা।

এছাড়াও বলেছিলেন, 'এখানে ইহুদি বিদ্বেষ বা বর্ণবিদ্বেষের কোনও জায়গা নেই।' এর আগেও গোল্ডেন লেডি ঘরে এনেছেন আদ্রিয়ান ব্রডি। ২০০৩ সালে The Pianist-এর জন্যও অস্কারের মঞ্চে সম্মানিত হয়েছিলেন ব্রডি। দীর্ঘ ২২ বছর পর ফের অস্কার এল আদ্রিয়ান ব্রডি-র ঝুলিতে। The Brutalist ছাড়াও The Grand Budapest Hotel, The Darjeeling Limited and Midnight in Paris-এর মতো ছবিতে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেতা আদ্রিয়ান ব্রডি। 

Advertisment

৯৭ তম অ্যাকাডেমি অ্যাওয়র্ডসের মঞ্চে আরও একবার ফিরল ২০০৩-এর স্মৃতি। আদ্রিয়ান ব্রডি ও হেলি বেরি সেই আইকনিক চুমুর মুহূর্তকে আরও একবার ফিরিয়ে আনতেই জিয়া নস্ট্যাল ভক্তরা। ব্রডির হাতে পুরস্কার তুলে দেওয়ার আগে তাঁর দিকে ছুটে এসে চুমু খান বেরি। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই মুহূর্ত। ২০০৩-এ ও 'Never Let Go' খ্যাত অভিনেত্রী হেলি বেরি আদ্রিয়ান ব্রডিকে চুমু খেয়েছিলেন।  

Oscar oscar nominatrions oscar 2025 Adrien Brody