Adrija Roy: মহাকুম্ভে অদ্রিজা, শাড়ি পড়ে ডুব লাগাতেই জীবনের মোক্ষম অর্থ বুঝলেন বাঙালি অভিনেত্রী..

Adrija Roy: অভিনেত্রী এই বিশেষ উদযাপনে অংশ নিয়েছিলেন। তাঁকে দেখা গিয়েছে মহা কুম্ভে গিয়ে সঙ্গমে ডুব লাগাতে। অভিনেত্রী হাসি মুখে গেলেন সেখানে। বোটে চেপে সেখানে পৌঁছতেই যেন আলাদারকমের শক্তি উপলব্ধি করলেন তিনি…

author-image
Anurupa Chakraborty
New Update
adrija roy - maha kumbh 2025

adrija in Maha Kumbh: কুম্ভে গিয়ে কী বুঝলেন অদ্রিজা? Photograph: (Instagram)

মহা কুম্ভে পূণ্য অর্জনের আশায় গিয়েছেন অনেকেই। শেষ একমাস ধরে অনেক তারকাকেই  দেখা গিয়েছিল সেখানে। এমনকি, কেউ কেউ পরিবার নিয়ে গিয়েছিলেন সেখানে। আবার কেউ কেউ গিয়েছিলেন একা। কেউ আবার সন্ন্যাস নিয়েছিলেন এখানে গিয়েই। এবার দেখা গেল বর্তমানে সিরিয়ালের জনপ্রিয় তারকা অদ্রিজাকে।

Advertisment

অভিনেত্রী এই বিশেষ উদযাপনে অংশ নিয়েছিলেন। তাঁকে দেখা গিয়েছে মহা কুম্ভে গিয়ে সঙ্গমে ডুব লাগাতে। অভিনেত্রী হাসি মুখে গেলেন সেখানে। বোটে চেপে সেখানে পৌঁছতেই যেন আলাদারকমের শক্তি উপলব্ধি করলেন তিনি। গঙ্গাবক্ষে নৌকায় চারপাশের পরিবেশ উপভোগ করার সঙ্গে সঙ্গে তাঁকে বেশ কিছু নিয়ম পালন করতেও দেখা গেল। একদিকে, এহেন সুন্দর ব্যবস্থাপনা, তাঁর সঙ্গে চারপাশের আলোকসজ্জা সবকিছু মিলিয়ে যেন আলাদাই অনুভূতি।

অদ্রিজার পরনে শাড়ি, গঙ্গায় ডুব দিতে দেখা গেল নায়িকাকে। এবং তিনি সমাজ মাধ্যমে বেশ কয়েকটি সিবি আপলোড করেছেন। যদিও তিনি একা নন, সঙ্গে ছিলেন বন্ধু বান্ধবরা। তাঁদের সকলকে সঙ্গে নিয়েই, তিনি পূণ্য অর্জনের উদ্দেশ্যে গিয়েছিলেন। শাড়ি পরে যদিও বা খুব কম মানুষকে দেখা গিয়েছিল শাহী স্নানে অংশ নিতে। কিন্তু, অভিনেত্রী গঙ্গায় ডুব দেওয়ার আগে তিলক কাটলেন মাথায়। সেই সব ছবি সমাজ মাধ্যমে আপলোড করে তিনি লিখছেন...

Advertisment

"আধ্যাত্মিকতার এক অদ্ভুত সুন্দর দিক আমি উপলব্ধি করলাম আজ। এত বড় উৎসব আমি আগে দেখিনি। জীবনে একবারই হয় মহাকুম্ভ।" অভিনেত্রী সমাজ মাধ্যমে দারুণ সক্রিয়। তিনি নিজের ছবির সঙ্গে সঙ্গে কাজের আপডেট পর্যন্ত দিয়ে থাকেন। তাই, এখন যখন ধর্মের এক বিরাট উদযাপনে গিয়েছেন, তখন তিনি এই কাজ করবেন না? কিংবা ছবি আপলোড করবেন না, এও হয় নাকি।

উল্লেখ্য, বর্তমানে তিনি অনুপমা সিরিয়ালে কাজ করছেন। আর আগে ইমলি থেকে দুর্গা চারু, বেশ কিছু সিরিয়ালের লিড ভূমিকায় ছিলেন তিনি। যদিও, আবার তিনি বাংলায় কবে অভিনয় করবেন সেটাও প্রশ্ন।

Adrija Roy Maha Kumbh 2025 Maha Kumbh