টলিপাড়ার বুকে অভিনয় করার সুবাদে এই অভিনেতার নারী অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়। পর্দায় তিনি কখনো উকিল বাবু, আবার কখনো উচ্ছে বাবু। কিন্তু মহিলা অনুরাগীদের মধ্যে খানে তিনি শুধুই পিপলস এক্টর। এই অভিনেতা, নিজের চার্ম এবং অভিনয় দিয়ে সকলের মন জয় করেছেন। আজ তার জন্মদিন। প্রসঙ্গে আদৃত রায়।
তার ভক্তরা যেমন তাকে শুভেচ্ছা জানিয়েছেন ঠিক তেমনি সেই তালিকায় বাদ পড়েনি তার দুই স্ত্রী। একজন রিল বউ অন্যজন রিয়েল বউ। তাঁর দুই বউই দারুণ শুভেচ্ছা জানিয়েছেন। এমনিতে আদৃত খুব একটা সোশ্যাল মিডিয়া ফ্রিক নয়। কিন্তু, তাঁর জন্মদিনে রিল এবং রিয়েল বউয়ের তরফে সোশ্যাল মিডিয়াতে এসেছে শুভেচ্ছা। মিঠাইয়ের উচ্ছে বাবুকে নিয়ে, সব সময় আলোচনা লেগেই থাকে। বিশেষ করে কৌশম্বীকে বিয়ে করার পর থেকে, তিনি শিরোনামে থাকেন। যদিও, এখন উকিলবাবু হিসেবেই পর্দায় অভিনয় করছেন।
এদিকে তার জন্মদিন উপলক্ষে, তার নিজের বউ কৌশাম্বি চক্রবর্তী, এক লাইনে শুভেচ্ছা জানিয়েছেন। খুব একটা খাটনি করতে তাকে দেখা যায়নি। বেশি শব্দও খরচ করলেন না বরের জন্য। উল্টে সমাজ মাধ্যমে তাদের মিষ্টি কয়েকটা ছবি দিয়ে লিখেছেন, বরের জন্মদিন। ব্যাস! এটুকুতেই তিনি বুঝিয়ে দিয়েছেন, মানুষটি তার কাছে কতটা স্পেশাল। এবং এই ছবির মন্তব্য বিভাগ দেখলে খেয়াল করা যায়, কেউ কেউ লিখছেন, তোমার বর কে আমার মনের মধ্যে রেখে দিলাম। আবার কেউ লিখছেন, বাংলা টেলিভিশনের খুব মিষ্টি একটা তারকা দম্পতি আপনারা।
অন্যদিকে, পারিজাত চৌধুরী? বর্তমানে একসঙ্গে একই সিরিয়ালে তাঁরা কাজ করছেন। আদৃতকে নিয়ে ছোটখাটো একটি রচনা লিখেছেন তিনি। তিনি লিখছেন, শুভ জন্মদিন সেই মানুষটাকে যিনি শুধু আমার সেরা সহ অভিনেতা নন, বরং একজন ভীষণ ভালো বন্ধু। বলতে পারি আমার বেস্ট ফ্রেন্ড। তার থেকেও বড় কথা, তিনি আমার জানা সবথেকে বড় মনের মানুষ। আজ তোমার উদযাপন করার দিন। সকলের জন্য যে হাসি স্মৃতি এবং জাদু আপনি তৈরি করেন, সেটা সেলিব্রেট করার দিন। ওস্তাদ আপনাকে অনেক ভালোবাসি।
অভিনেত্রীর এই পোস্টে, প্রচুর মানুষ এমনটা লিখেছেন, এরকম সুন্দর বন্ধুত্ব দেখা যায় না। তোমাদের বন্ধুত্ব অটুট থাকুক। আবার কেউ বলছেন, এ বন্ধন টা আগের বারের মতো যেন মিটে না যায়।