Advertisment

Adrit-Soumitrisha: 'আদৃত বন্ধু নয় তো...',  উচ্ছেবাবুর বিয়েতে গেলেন না কেন? নেপথ্যের বিরাট কারণ সামনে আনলেন সৌমিতৃষা 

আজ যখন আদৃতের জন্মদিন, সেখানেও সৌমি একবারও জন্মদিনের শুভেচ্ছা জানালেন না তাঁকে? প্রসঙ্গেই অভিনেত্রী এতদিনে মুখ খুলেছেন সকলের সামনে। শুধু জন্মদিন না, বরং বিয়েতে কেন যাননি সেই নিয়েও জানালেন তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
soumitrisha kundu, adrit roy, adrit roy news, adrit kaushambi, soumitrisha kundu, kaushambi adrit news, soumitrisha news

আদৃতের জন্মদিনে কী বললেন মিঠাই...?

আদৃত এবং কৌশাম্বির বিয়ের সময় থেকেই একটা আলোচনা, সৌমিতৃষা সেই বিয়েতে অনুপস্থিত। যেখানে মিঠাই পরিবারের সকলেই সেখানে গিয়েছিলেন কিন্তু যার জন্যে এত জনপ্রিয়তা সেই নেই? 

Advertisment

আর আজ যখন আদৃতের জন্মদিন, সেখানেও সৌমি একবারও জন্মদিনের শুভেচ্ছা জানালেন না তাঁকে? প্রসঙ্গেই অভিনেত্রী এতদিনে মুখ খুলেছেন সকলের সামনে। শুধু জন্মদিন না, বরং বিয়েতে কেন যাননি সেই নিয়েও জানালেন তিনি। সৌমি ব্যস্ত অভিনয়ে। সৌরভ দাসের সঙ্গে তাঁকে দেখা যেতে চলেছে নতুন প্রজেক্টে। 

সৌমিতৃষা জানান আজ যে আদৃতের জন্মদিন সেকথা মনেই ছিল না তাঁর। সম্পর্ক যে খুব একটা মধুর না, সেকথা অনেকেই জানতেন। তবে, দিনদিন সেটি আরও খারাপের দিকে সেকথা আজ বোঝা গেল। অভিনেত্রী বলেন, আমি ভুলেই গিয়েছিলাম আজকে আদৃতের জন্মদিন। এত বিয়ের দিন, জন্মদিন এগুলো মনে থাকে না আমার। তাও বলব, ভাল থাকুক, কেরিয়ারে সফলতা আসুক ওর।

আরও পড়ুন -  Adrit-Kaushambi: বরের চুলের মুঠি হাতের মুঠোয়! আদৃতের জন্মদিনে এসব কী কাণ্ড করছেন কৌশাম্বী?

এবার আসা যাক বিয়ের অনুপস্থিতি নিয়ে। অভিনেত্রী আগেই  কাছের মানুষদের জানিয়েছিলেন কেন যাননি বিয়ে উপলক্ষে। আর এবার সকলের সামনেই নীরবতা ভেঙে বললেন, "নিমন্ত্রণ পাইনি তাই যায়নি। আমারও ওদের শুভেচ্ছা পাঠানো হয়নি।" এখানেই শেষ নয়। অভিনেত্রী আরও জানান, আদৃত তার ভাল বন্ধু না, বরং ভাল সহকর্মী। 

উল্লেখ্য, মিঠাই এর সেট থেকেই আদৃত ও কৌশাম্বি সম্পর্কে জড়ান। সেকথা প্রথম থেকেই জানতেন সৌমিতৃষা। এই নিয়ে অনেক জলঘোলা হয়েছে। কিন্তু, অভিনেত্রী জানিয়েছিলেন এতসব গুজবের মাঝে বেশ কষ্ট পেয়েছিলেন তিনি। 

tollywood Soumitrishna Kundu Adrit Roy Entertainment News
Advertisment