/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/adrit.jpg)
adrit-Kaushambi: ছেলের বউকে নিয়ে কী বললেন আদৃতের বাবা?
বিয়ের পর বরের প্রথম জন্মদিন, তাই বিশেষ কিছু তো হতেই হত। আদৃতের জন্মদিনে কৌশাম্বী বরকে আদর করে যা বললেন…
সদ্যই বিয়ে হয়েছে তাঁদের। এই সবে মধুচন্দ্রিমা সেরে ফিরেছেন। তারপরেই বরের জন্মদিন। গতবছরও আদৃতের বিশেষ দিনেই এমন এক মন্তব্য করেছিলেন, যে প্রেমের প্রথম পদক্ষেপের কথা জানিয়েছিলেন। আর আজ, বছর ঘুরতে না ঘুরতেই একই ছাদের তলায় বাস করছেন তাঁরা। আর বউয়ের আদর থেকে বড় বাঁচবেন এও সম্ভব নাকি!
নিজেদের খুনসুটি ভরা মুহূর্তের ছবি দিয়েই বরকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তিনি। সম্ভবত এগুলি তাঁদের বৌভাতের ছবি। বললেন, শুভ জন্মদিন আমার প্রাণপ্রিয়। প্রিয় বন্ধু, জীবনের সেরাটা এখনও আসা বাকি। সবেই তো একসঙ্গে পথচলা শুরু হল।
যে দুটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তাঁর মধ্যে দ্বিতীয় ছবিতে বেশ মজার। একেই আদৃতের অগোছালো চুল শেষ কিছুদিন ধরে খুব ট্রেন্ডিং। সেই চুলই নিজের মুঠোয় নিলেন কৌশাম্বী। বরের চুল মুঠোয় নিয়েই হাসতে শুরু করলেন অভিনেত্রী।
উল্লেখ্য, দুজনের বিয়ের পর থেকে আলোচনার শেষ নেই। তাঁদরে বিয়ের পোশাক থেকে সৌমিতৃষার তাতে অনুপস্থিতি সব নিয়েই সমালোচনার পাহাড় তৈরি হয়। কাজের দিকে, আদৃত ব্যাস্ত তাঁর নতুন ছবি নিয়ে। আর অন্যদিকে পারমিতা চরিত্রে দেখা যাচ্ছে কৌশাম্বীকে।