Advertisment
Presenting Partner
Desktop GIF

Mithai Re-union: আদৃত-কৌশাম্বির বিয়ের প্রাক্কালে একজোটে মোদক পরিবার, কিন্তু মিঠাই-ই নেই! সৌমিতৃষা এড়িয়ে গেলেন না তো?

Soumitrisha kundu: পরিবারের আসল সদস্যের খোঁজ নেই, সৌমিকে মিস করলেন সকলে! কিন্তু কোথায় ব্যস্ত অভিনেত্রী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Adrit Roy posted mithai family reunion poster, soumitrisha deeply missed by fans

Mithai re-union: মিস করলেন মিঠাই ...

আদৃত রায় ( Adrit Roy ) এবং কৌশাম্বি ( Kaushambi Chakraborty ) বিয়ে করছেন। এবার সেই নিয়েই সৃষ্টি হয়েছে উন্মাদনা। আগামী মাসের ৯ তারিখ তাঁদের বিয়ে। অভিনেতা এবং অভিনেত্রী জোর কদমে শুরু করেছেন কেনাকাটা। এর মাঝেই আরেক পরিবারের সঙ্গে এক হলেন তারা।

Advertisment

বিয়ে করছেন, অথচ মিঠাই পরিবারের সঙ্গে কথা বলবেন না?  এমন আবার হয় নাকি? দুজনকেই হাসিমুখে খোশমেজাজে দেখা গেল পরিবারের বাকিদের সঙ্গে। ফ্রেমে কে নেই? একসঙ্গে উপস্থিত সকলেই। বিশ্বজিৎ থেকে কৌশিক চক্রবর্তী, ফাহিম মির্জা এবং উদয় প্রতাপ - রয়েছেন বেশিরভাগই।

আদৃত, এই ছবি শেয়ার করে লিখলেন... "আমরা সবাই!" ভাইদের পাশাপশি পরিবারের সকলে উপস্থিত থাকলেও তিনজন মিসিং। দুই বোন শ্রীতমা এবং শ্রীনিপা তাঁদের কিন্তু দেখা গেল না। একথা ঠিক, তারা ব্যস্ত নিজেদের কাজে। কিন্তু, গোটা পরিবারের মধ্যে তাদের কান্ড ছিল দেখার মত। আর তারাই নেই।

আরও পড়ুন - Kaushambi-Adrit: বৈশাখের দাবদাহেই এক হবে চারহাত, আদৃতের সঙ্গে মে মাসেই বিয়ের পিঁড়িতে কৌশাম্বি

আর একজনও কিন্তু নেই। যাকে নিয়ে এই পরিবার। সেই মিঠাই। অর্থাৎ সৌমিতৃষা। অভিনেত্রীই মিসিং এই ছবিতে। যার কথা বলার ধরন থেকে নানা উদ্ভট আচরণ মন কেড়েছিল সকলের। সেই মানুষটাই এই রিইউনিয়ন উপলক্ষে মিসিং। নজর এড়াল না মিঠাই অনুরাগীদের। তাঁরা বেশ দুঃখ পেয়েছেন এহেন ঘটনায়।

কিন্তু, সৌমিতৃষা এখন শহরে উপস্থিত নেই। কিছুদিন আগেই উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন তিনি। এবার সেটি কাজের সুত্রে নাকি ভ্রমণে, সেকথা অজানা। তাহলে কি সেকারণেই তিনি উপস্থিত নেই? নাকি পেছনে রয়েছে অন্য কারণ। বেশ কিছুমাস আগে তন্বী লাহা রায়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ফাইট হয় তাঁর। নাম না উল্লেখ করেই নানা অভিযোগ করেন তিনি সৌমির বিরুদ্ধে। যদিও, অভিনেত্রী সেই প্রসঙ্গে কোনও খারাপ মন্তব্য করেননি।

Mithai tollywood Soumitrishna Kundu Adrit Roy Entertainment News
Advertisment