New Update
/indian-express-bangla/media/media_files/2025/01/28/t7p1sluWI2fdRhynfj8E.jpg)
Poonam Pandey News: এ কী কাণ্ড হল পুনমের সঙ্গে?
Poonam Pandey News: এ কী কাণ্ড হল পুনমের সঙ্গে?
না হয়, তিনি এডাল্ট ফিল্ম করেন তাই বলে তাঁকে সামনে পেয়ে এহেন আচরণ করবেন? পুনম পান্ডের সঙ্গে একটা সেলফি তুলবেন বলে, তাঁর সঙ্গে এহেন অভব্য আচরণ? শেষে রেগে মেগে যা করলেন, বিতর্কিত অভিনেত্রী.. অনেকেই যা বললেন...
পুনম পান্ডে নিজের কার্যকলাপের জন্য বিখ্যাত। নিজের বিতর্কিত কেরিয়ার নিয়ে এমনিতেই তাঁকে সারা দেশের লোক দুষতে থাকেন। কিছুদিন আগেই, তিনি জরায়ুর ক্যানসারে মারা গিয়েছেন বলে জানানো হয় তাঁর দলের তরফে। এবং সর্বত্র একই চর্চা হতে থাকে, যে কী এমন হয়ে গেল, আর কবে থেকেই বা তিনি এই রোগে ভুগছিলেন। তবে, তারপরেই জানা যায় যে এসব কেবল নাটক। বরং তিনি জরায়ুর ক্যানসার নিয়ে নানা সতর্কতা ছড়াতেই মৃত্যুর নাটক করেন।
কিন্তু, এবার তাঁকে দেখা গেল এমন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে, যেখানে রীতিমতো বিরক্ত হলেন তিনি। শুধু তাই নয় রেগেমেগে সেখান থেকে এগিয়ে গেলেন। পরনে লাল রঙের পোশাক। পুনম দিব্যি পাপারাজ্জিদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন, তাঁদের ক্যামেরায় পোজ দিচ্ছিলেন। একথা অনেকেই জানেন, তারকাদের সঙ্গে ছবি তুলতে অনেকেই এগিয়ে আসেন। কখনও রাস্তা ঘাটে, আবার কখনও এয়ারপোর্টে, সর্বত্রই এহেন পরিস্থিতির শিকার হয়েছেন অনেকেই।
তবে, এইবার সেই ব্যক্তি পুনমের শুধু ধারে কাছে নয়, বরং এক্কেবারে চুমু খেতে গেলেন। আর যেই সেলফির নামে এহেন অসভ্যতা দেখলেন পুনম, তাঁকে ধাক্কা মেরে সেখান থেকে সরে গেলেন। এবং চোখেমুখে একরাশ বিরক্তি নিয়েই সেখান থেকে তিনি সরে গেলেন। এদিকে, এই কান্ড দেখে সেখানে উপস্থিত সকলেই বেশ ক্ষুব্ধ। এদিকে, সেই ভিডিও দেখে সমাজ মাধ্যমে বেশিরভাগ যেন অন্য কথাই বলছেন।
কেউ বলছেন, এই ভিডিওটি জেনে বুঝে বানানো। আবার কেউ বললেন, এই লোকটাকে ১০০ টাকা দিয়ে ভাড়া করেছিল মনে হয়। আবার কারওর কথায়, চুমু খাওয়ায় এত নেশা যে কিছু বুঝতেই পারলেন না। কেউ কেউ তো এমনও বাতলে দিলেন, যে সবটাই আরেকবার লাইমলাইটে আসার জন্য করেছেন তিনি।