scorecardresearch

৩২ বছর পর কাশ্মীরে ‘ইতিহাস’! ভূস্বর্গে হাউজফুল ভূমিপুত্র শাহরুখের ‘পাঠান’

‘পাঠান’-এর দৌলতে ৩ দশক বাদে কাশ্মীরী হলে ঝুলল হাউজফুল বোর্ড।

Shah Rukh Khan, Pathaan, Pathaan Kashmir, Kashmir cinema hall, Kaushik Ganguly, Dev Mithun, Projapoti, Prosenjit Chatterjee, Kaushik Prosenjit, Kaberi Antardhan, Shah Rukh Khan Bengal, Bengal Single screen cinema hall, পাঠান, পাঠান রেকর্ড, কাশ্মীরে পাঠান, কাশ্মীর সিনেমাহল, কৌশিক গঙ্গোপাধ্যায়, দেব মিঠুন, প্রজাপতি, সিঙ্গলস্ক্রিন সিনেমাহল, শাহরুখ খান, পাঠান, অতনু রায়চৌধুরি, প্রিয়া সিনেমা হল, অরিজিৎ দত্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কাবেরী অন্তর্ধান, পাঠান বক্স অফিস, বাংলা সিনেমা, বাংলার সিনেমাহল, টলিউডের খবর, বলিউডের খবর
'পাঠান'-এর দৌলতে ৩২ বছর পর কাশ্মীরী হলে ঝুলল হাউজফুল বোর্ড

ভূস্বর্গে ইতিহাস! অপ্রতিরোধ্য ‘পাঠান’। একের পর এক রেকর্ড গড়ছে শাহরুখ খানের ছবি। কোভিডে বন্ধ হয়ে যাওয়া সারা দেশের ২২টা সিনেমাহল খুলেছে এই ছবির দৌলতেই। এবার গোলাগুলি, বারুদের গন্ধ ঠাসা অশান্ত উপত্যকাকেও সিনেমায় মজালো ‘পাঠান’। ৩২ বছর পর প্রেক্ষাগৃহের বাইরে লম্বা লাইন দিয়ে সিনেমা দেখতে ঢুকলেন উপত্যকার নাগরিকরা। সিনেমাহল হাউজফুল!

বাইশ সালেই সোনওয়ার অঞ্চলে বিজয় ধরের উদ্যোগে কাশ্মীরের প্রথম মাল্টিপ্লেক্সের উদ্বোধন হয়। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা উদ্বোধন করেছিলেন। যার সুবাদে তিন দশক পরে কাশ্মীর উপত্যকায় প্রেক্ষাগৃহে সিনেমা উপভোগ করার সুযোগ ফিরে আসে সেখানকার নাগরিকদের। এবার সেই হল-ই হাউজফুল হল ‘পাঠান’-এর জন্যে।

[আরও পড়ুন: ২ দিনেই ২০০ কোটি পার! ‘ডাবল সেঞ্চুরি’ হাঁকিয়ে সব রেকর্ড ভাঙচুর করল শাহরুখের ‘পাঠান’]

মাল্টিপ্লেক্সের মালিক বিজয় ধর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ১৪টা শোয়ের মধ্যে ১২টাই হাউজফুল হয়েছে বিগত ২ দিনে। অতঃপর কাশ্মীর উপত্যকাতেও যে বাদশা-ম্যাজিক অপ্রতিরোধ্য তা বলাই বাহুল্য। বছর পাঁচেক বাদে সিনেপর্দায় প্রত্যাবর্তন করার পরও তাঁকে ঘিরে অনুরাগীদের উন্মাদনা যে বিন্দুমাত্র উনিশ-বিশ হয়নি, গত ২ দিনের বক্সঅফিস মার্কশিটে ২০০ কোটির ওপর ব্যবসার অঙ্ক দেখলেই বেশ বোঝা যাচ্ছে। এবার ভূমিপুত্র শাহরুখ খানের সিনেমাই কাশ্মীরের দর্শকদের প্রেক্ষাগৃহে ফেরালো দলে-দলে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: After 3 decades kashmir cinema hall is housefull for shah rukh khans pathaan