Mahavatar Narsimha OTT Release: বক্স অফিসে ৩০০ কোটির সাফল্যের পর এবার ওটিটি-তে 'মহাবতার নৃসিংহ', কখন কোথায় দেখবেন?

খেয়াল করলে দেখা যাবে, এই ছবি দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। সেই ছবি-ই সিলভার স্ক্রিনে রাজত্ব করার পর, এবার ওটিটি-তে রিলিজ করতে চলেছে এই ছবি।

খেয়াল করলে দেখা যাবে, এই ছবি দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। সেই ছবি-ই সিলভার স্ক্রিনে রাজত্ব করার পর, এবার ওটিটি-তে রিলিজ করতে চলেছে এই ছবি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
narsimha

কবে-কোথায় দেখবেন?

Mahavatar Narsimha OTT Release: এমন একটি ছবি বানানো হয়েছিল, যা দেখে চমকে উঠেছিলেন সকলে। হলে ঢুকছিলেন খালি পায়ে। দেশের সাধু থেকে কৃষ্ণপ্রেমীরা খোল-করতাল বাজাতে বাজাতে সিনেমা উপভোগ হয়েছিলেন। কারণ এই ছবি যে খোদ বাসুদেবের  অন্যতম অবতারকে নিয়ে। শ্রী বিষ্ণু নারায়ণ, যুগে যুগে নানা অবতারে দুস্টের দমন করতে ফিরে এসেছেন। তাঁর মধ্যে নরসিংহ অবতারের নাম আসতে বাধ্য। কিছুদিন আগেই তাঙ্কলে নিয়ে তৈরি করা হয়েছে মহাবতার নরসিমা। 

Advertisment

ভক্ত প্রহ্লাদকে তাঁর বাবা হিরন্যকাশ্যপের হাত থেকে বাঁচাতেই শ্রী হরিকে রুদ্র রূপ নিতে হয়। সেই ছবি-ই বক্স অফিসে তোলপাড় ফেলে দেয়। এবং খেয়াল করলে দেখা যাবে, এই ছবি দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। সেই ছবি-ই সিলভার স্ক্রিনে রাজত্ব করার পর, এবার ওটিটি-তে রিলিজ করতে চলেছে এই ছবি। সিনেমাহল থেকে অনেক দর্শক বলেছিলেন, হিন্দুদের অবশ্যই এই ছবি দেখা উচিত।  এই ছবি কবে ওটিটি-তে রিলিজ করছে এবং কবে থেকে দেখা যাবে?

পরিচালক অশ্বিন কুমারের অ্যানিমেটেড পৌরাণিক কাহিনি “মহাবতার নৃসিংহ” এবার ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করছে। যারা প্রেক্ষাগৃহে দেখতে পারেননি, তারা ১৯ সেপ্টেম্বর দুপুর ১২:৩০ থেকে ছবিটি নেটফ্লিক্সে  সেটি দেখতে পারবেন। নেটফ্লিক্স ইন্ডিয়া তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্টার শেয়ার করে লিখেছে: “এই সিংহের গর্জন একটি রাজ্যকে ধ্বংস করতে পারে। ১৯ সেপ্টেম্বর দুপুর ১২:৩০-এ দেখুন ‘মহাবতার নৃসিংহ’, শুধু নেটফ্লিক্সে।”

Advertisment

নিম্ন প্রচার সত্ত্বেও সিনেমাটি বিশাল বাণিজ্যিক সাফল্য পেয়েছে, বিশ্বব্যাপী বক্স অফিসে আয় করেছে ₹৩০০ কোটিরও বেশি। ক্লিম প্রোডাকশনস এবং হোম্বালে ফিল্মস প্রযোজিত এই  সিনেমা পরিকল্পিত মহাবতার সিনেমাটিক ইউনিভার্স-এর প্রথম অধ্যায়, যা ভগবান বিষ্ণুর দশ অবতার দ্বারা অনুপ্রাণিত। এই সিরিজে আসতে চলেছে আরও পাঁচটি ছবি:

  • মহাবতার পরশুরাম (২০২৭)
  • মহাবতার রঘুনন্দন (২০২৯)
  • মহাবতার ধাওকাদেশ (২০৩১)
  • মহাবতার গোকুলানন্দ (২০৩৩)
  • মহাবতার কল্কি (২০৩৫-২০৩৭)
bollywood Entertainment News Entertainment News Today