IndiaPak AsiaCup-Amitabh Bachchan: সব সলমনের অভিষেক থাকে? ভারতের জয়ের পর অমিতাভের রসিকতা, পাকিস্তানকে বললেন ‘মুখ বন্ধ’

অমিতাভের এই পোস্টের পেছনে ছিল একটি মজার প্রসঙ্গ। ফাইনালের আগের দিন এক স্পোর্টস শো-তে পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতার, ভুল করে ক্রিকেটার অভিষেক শর্মাকে...

অমিতাভের এই পোস্টের পেছনে ছিল একটি মজার প্রসঙ্গ। ফাইনালের আগের দিন এক স্পোর্টস শো-তে পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতার, ভুল করে ক্রিকেটার অভিষেক শর্মাকে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
amitabh

কী বললেন অমিতাভ?

রবিবার রাতে অনুষ্ঠিত ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপ ফাইনাল গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের নিঃশ্বাস আটকে দিয়েছিল। শেষ পর্যন্ত পাঁচ উইকেটে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনও উত্তেজনায় ভরপুর ছিলেন। ভারতের জয়ের পর তিনি এক্সে (পূর্বে টুইটার) উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি পাকিস্তানকেও খোঁচা দেন।

Advertisment

বিগ বি লিখেছেন-জিতে গিয়েছি। শাবাশ ‘অভিষেক বচ্চন’.. ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সবকিছুতেই প্রতিপক্ষকে হার মানালে!! এবার সবার মুখ বন্ধ। জয় হিন্দ! জয় ভারত! জয় মা দুর্গা। 

অমিতাভের এই পোস্টের পেছনে ছিল একটি মজার প্রসঙ্গ। ফাইনালের আগের দিন এক স্পোর্টস শো-তে পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতার, ভুল করে ক্রিকেটার অভিষেক শর্মাকে অভিনেতা অভিষেক বচ্চন বলে বসেন। সেই ভিডিও দ্রুত ভাইরাল হয় এবং নেটিজেনরা ট্রোল করা শুরু করে। অভিষেক বচ্চন নিজেও মজার ছলে জবাব দেন। তিনি লেখেন- “স্যার, সমস্ত সম্মান জড়ো করে বলছি... ভাববেন না যে তারা আমার বিরুদ্ধে কিছু করতে পারবে! আমি তো ক্রিকেট খেলতেই জানি না।”

Advertisment

বিগ বি নিজের অনন্য ভঙ্গিতে ভারতের জয় উদযাপন করলেও, বলিউডের অন্যান্য তারকারাও পিছু থাকেননি। সিদ্ধার্থ মালহোত্রা এক্সে লেখেন,
“আজকের ম্যাচ ছিল দুর্দান্ত! ভারত দেখিয়েছে সাহস, দৃঢ়তা আর হৃদয়ের জোর। অপরাজিত চ্যাম্পিয়ন! তোমরা আমাদের গর্বিত করেছ। এদিকে সমাজ মাধ্যমে নানা ধরণের রসিকতা চলছে বিগ-বির টুইট নিয়ে। 

সলমন-অভিশেক সম্পর্ক

বলিউডে সলমন খান এবং অভিষেক বচ্চনের সম্পর্ক সকলেই জানেন। সলমনের প্রাক্তন ঐশ্বর্যকে বিয়ে করেন অভিষেক। ভাইজান এবং বিশ্বসুন্দরীর প্রেম সকলের জানা। কিন্তু তাঁকে নিজের করে পান জুনিয়র বচ্চন-ই। খালি হাত রয়ে গেলেন ভাইজান। এদিকে, ক্রিকেট ময়দানে সলমন আলি আঘা ( পাকিস্তান অধিনায়ক-এশিয়া কাপ ), তাঁকেও ব্যাটে বলে হ্যাঁটা করেছেন ভারতীয় ব্যাটার অভিষেক শর্মা। সেক্ষেত্রেও ম্যাচ অভিষেকদের দখলে গিয়েছে। তাই মজার সুর এদিকেই যে সলমনকে সবসময় বলে বলে গোল দেন অভিষেক। 

Abhishek Bacchan amitabh bachchan India-Pakistan