নিস্তব্ধ হাজারো প্রেমিকের মন। ছোটবেলার সমস্ত মুহূর্ত যেন নিমেষে হারিয়ে গেছে। শহর কলকাতায় শেষবারের মত অনুষ্ঠান, তারপরেই ম্যাসিভ হার্ট অ্যাটাক। শহরে এলেন কিন্তু ফিরে যাওয়া হল না নিজের গন্তব্যে। সকলের একটাই বক্তব্য মুহূর্তের মধ্যে যেন সবকিছু থমকে গেল। রাত সাড়ে দশটার পরেই মৃত্যু হয় সঙ্গীত শিল্পী কেকের। আর তাঁর সঙ্গেই এখন সকলের রোষানলে বাংলার অন্যতম সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচি। কেকে'র মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগেই, ফেসবুকে কেকে -র সম্পর্কে বিরূপ মন্তব্য করেন রূপঙ্কর।
Advertisment
তাঁর দাবি ছিল, “হু ইস কেকে? আপনারা আমাদের নিয়ে তো এত মাতামাতি করেন না! আমরা সকলেই ওঁর থেকে অনেক ভাল গাই”। আর তাঁর এই মন্তব্যের ২৪ ঘণ্টা না পেরতেই অকালে চলে গেলেন কিংবদন্তী। সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় রূপঙ্কর বাগচিকে। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে একটি ভিডিও। রানু মন্ডলের সঙ্গে গান গাইছেন রূপঙ্কর। ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিও। 'Yeh Ladka Haye Allah' জনপ্রিয় গান গাইছেন রানু মন্ডল, পাশে গিটার হাতে রূপঙ্কর। মাঝে মধ্যে রানু মন্ডলের সঙ্গে গলাও মেলাতে দেখা গিয়েছে শিল্পী রূপঙ্কর বাগচি। কেকে'কে নিয়ে বেফাঁস মন্তব্যের পরপরই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে এই ভিডিও।
এখন কেকে অনুরাগী থেকে সোশ্যাল মিডিয়ার সকলেই তাঁর ওপর বেজায় ক্ষিপ্ত। কোন মুখে রূপঙ্কর বললেন এই কথা! উনার জানা উচিত কেকে আসলেই কে? উনার সঙ্গে নিজের তুলনা করতে গিয়েই মানুষটাকে অভিশাপ পর্যন্ত দিলেন? তাঁর অনুরাগীরা বলছেন, “নিজেকে প্রমাণ করতে গিয়েই লোকটা শেষ নিঃশ্বাস অবধি গান গেয়ে গেলেন। নিজেদের ক্ষোভ উগরাতে বাকি থাকছেন না কেউই”।
তাদের বেশিরভাগের বক্তব্য, কেকে- এর সম্পর্কে জানতে হলে গুগল করে নিতে পারতেন রূপঙ্কর, এহেন নিজের মতামত না দিলেই চলত। আবার কেউ বলছেন নিজে কাজ পাচ্ছেন না বলেই এই ধরনের মন্তব্য করেছেন রূপঙ্কর, উনাকে গোটা ভারতে কেউ চেনে না। নব্বই দশকের আবেগের উপর আঘাত হেনেছেন বাংলার শিল্পী – ঠিক এমনটাই দাবি ভক্তদের। যদিও এই ঘটনার কিছু সময় পরেই নিজের মন্তব্যের পক্ষে এক সংবাদমাধ্যমের কাছে সাফাই দেন রূপঙ্কর। কিন্তু তা সত্ত্বেও কেকে বিতর্কে রূপঙ্করকে ছিন্নভিন্ন করতে বাকি রাখেননি নেটিজেনরা!