Our heartfelt gratitude to the Hon’ble Chief Minister, for extending her co operation and support in making this possible and fulfilling the dreams of all our patrons and management.
I shall be there at Priya Cinema to welcome you all on Thursday 21st Feb 7 pm .— arijit dutta (@daduldutta) February 19, 2019
আরও পড়ুন: কবে খুলবে প্রিয়া? বিপাকে হলকর্মীরা, দমকলের বিরুদ্ধে ক্ষোভ হলমালিকের
গত বছরের ৫ অগাস্ট নাইট শো চলাকালীন প্রিয়া সিনেমা হল লাগোয়া একটি মোমোর দোকানে আগুন লাগে। যে অগ্নিকাণ্ডের পর থেকেই ঝাঁপ বন্ধ ছিল দেশপ্রিয় পার্কের ওই সিঙ্গল স্ক্রিনের। দমকল ও পুলিশ একযোগে জানিয়েছিল, আগুন লাগার সমস্ত কারণ খতিয়ে দেখার পর পুনরায় খোলা হবে প্রেক্ষাগৃহ। তারপর কেটে গিয়েছে ছ’মাস। অবশেষে প্রতীক্ষার অবসান। খুলছে জনপ্রিয় এই সিনেমা হল। নিজেই একথা টুইট করে জানিয়েছেন প্রিয়া সিনেমার কর্ণধার অরিজিৎ দত্ত।
We were on a break!
And now…the iconic Priya Cinema is back! And we invite you to be a part of the celebrations!Do join us at Priya Cinema on Thursday 7pm where we will be screening Ray’s classic “Goopy Gyne Bhagha Byne,” our home production, to re embark on our journey— arijit dutta (@daduldutta) February 19, 2019
এদিন প্রিয়ার সামনে দর্শকের টিকিটের লাইন দেখেও ছবি দিয়ে টুইট করলেন প্রিয়ার কর্ণধার।
Looks nice … a line already at the booking counter @ Priya pic.twitter.com/nEHWmVgTV5
— arijit dutta (@daduldutta) February 20, 2019
পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানিয়েছেন অরিজিৎ। এই মূহুর্তে বাংলা চলচ্চিত্র জগতে টালমাটাল অবস্থা চলছে। অনীক দত্তর ছবি ‘ভবিষ্যতের ভূত’ মুক্তি পাওয়ার একদিন পরে তুলে নেওয়া হয়েছে সমস্ত হল থেকে। এখনও এই সমস্যার কোনও সমাধান মিলছে না। তবে মুখ্যমন্ত্রীর প্রিয়া সিনেমা হল খুলে দেওয়ার সিদ্ধান্তে খুশি দর্শক।