Lalit Modi: সুস্মিতার পর এবার এক বিদেশিনী? ৬২ তেও প্রেমে টইটম্বুর ললিত মোদী

Lalit Modi New Love: তবে মোদী তাঁর ইনস্টাগ্রাম ডিসপ্লে পিকচার থেকে সুস্মিতাকে সরিয়ে দেওয়ার পরেই ব্রেকআপের গুজব ছড়িয়ে পড়ে। সঙ্গে, এই ভ্যালেন্টাইনস ডে-তে প্রেম জীবনে নতুন ইনিংসের ঘোষণা দিলেন মোদী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
lalit modi found his new love after susmita sen

lalit kumar modi- susmita sen: আবার কার প্রেমে মজলেন তিনি? Photograph: ( ফাইল)

আইপিএল প্রতিষ্ঠাতা তথা পলাতক ললিত মোদী ইনস্টাগ্রামে একটি ভিডিও মন্তাজ শেয়ার করেছেন। মোদী এর আগে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সাথে সম্পর্কে ছিলেন এবং ২০২২ সালে, তিনি তাদের রোম্যান্সের ছবি শেয়ার করেছিলেন। মালদ্বীপ, সার্ডিনিয়া এবং অন্যান্য গন্তব্যকে তাদের ভ্রমণের স্থান নথিভুক্ত করেছিলেন। 

Advertisment

তবে মোদী তাঁর ইনস্টাগ্রাম ডিসপ্লে পিকচার থেকে সুস্মিতাকে সরিয়ে দেওয়ার পরেই ব্রেকআপের গুজব ছড়িয়ে পড়ে। সঙ্গে, এই ভ্যালেন্টাইনস ডে-তে প্রেম জীবনে নতুন ইনিংসের ঘোষণা দিলেন মোদী।  ইনস্টাগ্রাম পোস্টে মোদী তার নতুন সঙ্গীর নাম প্রকাশ করেননি তবে উল্লেখ করেছেন যে তাদের বন্ধুত্ব রোমান্সে প্রস্ফুটিত হওয়ার আগে তারা ২৫ বছর ধরে বন্ধু ছিলেন। তিনি লিখছেন..., 

'লাকি ওয়ানস- হ্যাঁ। তবে দু'বার ভাগ্যবান হয়েছি। ২৫ বছরের বন্ধুত্ব যখন প্রেমে পরিণত হয়। দু'বার এমন ঘটনা ঘটেছে। আশা করি আপনাদের সবারও তাই হবে। #happyvalentinesday আপনাদের সবাইকে'। ভিডিওতে দেখা যাচ্ছে দম্পতি অবকাশে নিজেদের সংকে উপভোগ করছেন। এতে তাদের বন্ধুত্বের সময়কার পুরনো ছবিও রয়েছে, যা তাদের দীর্ঘদিনের বন্ধনকে তুলে ধরেছে। কখনও তাঁরা পুলে ভেসে রয়েছেন আবার কখনও নাচছেন। 

Advertisment

ললিত মোদী এর আগে মিনাল মোদীকে বিয়ে করেছিলেন, যিনি ২০১৮ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। ২০২২ সালে, তিনি সুস্মিতা সেনের সাথে ছুটির ছবি শেয়ার করে প্রকাশ্যে তাদের সম্পর্কের কথা ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন। পোস্টে তিনি উল্লেখ করেছিলেন যে তারা এখনও বিয়ে করেননি, তবে তারা শীঘ্রই গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করেছেন।

 তিনি লিখেছিলেন, "পরিবারের সাথে #maldives # সার্ডিনিয়া  একটি ট্যুর শেষে লন্ডনে ফিরে এসেছি - আমার সঙ্গী সুস্মিতার সঙ্গে একটি নতুন শুরু, একটি নতুন জীবন অবশেষে। সেই সময় নিজের ইনস্টাগ্রাম বায়োতেও পরিবর্তন করে মোদী লেখেন, 'ইন্ডিয়া প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠাতা @iplt20 অবশেষে আমার সঙ্গীর সঙ্গে নতুন জীবন শুরু করলাম। আমার ভালোবাসা @sushmitasen47।

সুস্মিতা অবশ্য তাদের সম্পর্কের কথা স্বীকার বা অস্বীকার কোনোটাই করেননি। কয়েক মাস পরে, ২০২২ সালের সেপ্টেম্বরে, ললিত মোদী তার ইনস্টাগ্রাম বায়ো এবং ডিসপ্লে পিকচার থেকে সুস্মিতা সেনকে সরিয়ে দেন, যার ফলে তাদের ব্রেকআপের গুজব ছড়িয়ে পড়ে। এবার ২০২৫ সালে আইপিএল প্রতিষ্ঠাতা আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিলেন, তিনি এই কার্যক্রম থেকে সরে গিয়েছেন।

Susmita Sen lalit modi