Advertisment
Presenting Partner
Desktop GIF

মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি অগ্নিমিত্রার

অগ্নিমিত্রার আরও দাবি, খোলা চিঠিতে সদুত্তর না মিললে তিনি অন্য উপায়ে মুখ্যমন্ত্রীর দারস্থ হওয়ার চেষ্টা করবেন। প্রসঙ্গত, কিছুদিন ধরেই টলিপাড়াকে নিয়ে তৃণমূল বিজেপির সংঘাত প্রকাশ্যে এসেছে। টেকনিশিয়ান স্টুডিও প্রাইভেট লিমিটেড সংশোধনী বিল আনছে রাজ্য সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অগ্নিমিত্রা পাল। ফোটো- ফেসবুক

এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি লিখলেন অগ্নিমিত্রা পাল। কিছুদিন হল বিজেপিতে যোগ দিয়েছেন এই ফ্যাশন ডিজাইনার। এছাড়াও 'ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচারস এবং কালচারাল কনফেডারেশ’-গড়ে তুলেছেন তিনি। এসব তো আছেই কিন্তু এসবের বহু আগে থেকেই সমাজ কল্যাণমূলক কাজ করে থাকেন অগ্নিমিত্রা। এরকমই একটি কাজের মধ্যে ছিল আলিপুর সংশোধনাগারের পাঁচজন মহিলাকে স্বনির্ভর করে তুলছিলেন তিনি।

Advertisment

তাদের সেলাইয়ের কাজ শিখিয়ে পড়িয়ে কাজও দিচ্ছিলেন। কিন্তু অগ্নিমিত্রার দাবি, মার্চ মাসে আলিপুর সংশোধনাগারের তরফে তাঁকে জানানো হয় তিনি আর একাজ করতে পারবেন না। কেন করতে পারবেন না এর কোনও সদুত্তর তিনি পাননি। সে কারণেই মুখ্যমন্ত্রীকে সরাসরি খোলা চিঠি লিখলেন অগ্নিমিত্রা।

আরও পড়ুন, টলিউডে নতুন সংস্থা বিজেপির নয়! কী বললেন অগ্নিমিত্রা পাল?

চিঠিতে মূলত তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়টি দেখার অনুরোধ জানিয়েছেন। তাঁর বক্তব্য, ''আমি মার্চে বিজেপিতে যোগ দিলাম আর এই ঘটনাটা ঘটল। অনেকে বলছে বিজেপিতে যোগ দিয়েছি সে কারণেই এরকম করা হয়েছে। কোন রাজনৈতিক রঙয়ের সঙ্গে যুক্ত আমি সে ভিত্তিতেই কি কাজের পরিধি নির্বাচিত হবে? তাহলে কি ভাল কাজের মূল্য নেই? নিজের খরচে আমি মেয়েদের কাজ শিখিয়ে কাজ দিতাম। বদলে পারিশ্রমিকও পেত তারা। কোথাও থেকে একপয়সা সাহায্য পাইনি।''

অগ্নিমিত্রার আরও দাবি, খোলা চিঠিতে সদুত্তর না মিললে তিনি অন্য উপায়ে মুখ্যমন্ত্রীর দারস্থ হওয়ার চেষ্টা করবেন। প্রসঙ্গত, কিছুদিন ধরেই টলিপাড়াকে নিয়ে তৃণমূল বিজেপির সংঘাত প্রকাশ্যে এসেছে। টেকনিশিয়ান স্টুডিও প্রাইভেট লিমিটেড সংশোধনী বিল আনছে রাজ্য সরকার। এসবের মাধ্যেই অগ্নিমিত্রার অভিযোগ অস্বস্তি খানিকটা বাড়িয়ে দিল বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

kolkata police Mamata Banerjee
Advertisment