/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/nil-trina-1.jpg)
এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তৃণা সাহার (Trina Saha) বিয়ের আসরে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গিয়েছিলেন আশীর্বাদ করতে। নায়িকার আবদারেই অবশ্য় উপস্থিত হয়েছিলেন ‘প্রিয় দিদি’। জল্পনার সূত্রপাত তখন থেকেই, যে নীল-তৃণার শাসকদলে যোগদান নাকি মাত্র সময়ের অপেক্ষা! শনিবার যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলের (TMC) পতাকা হাতে তুলে দিলেন বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-দম্পতি নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা। পার্থ চট্টোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েনের উপস্থিতিতেই রাজ্য়ের শাসক দলে যোগ দিলেন মমতার আদর্শে অনুপ্রাণিত নীল-তৃণা।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/NT3.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/NT2.jpg)
প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে মার্চের গোড়ার দিকেই। তবে নীল বাড়ি দখলের লড়াইয়ের ভীত আরও শক্ত করতে, 'তৃণমূলী স্ট্র্যাটেজি' সেই তারকামুখই। অতঃপর বাংলার মাটিতে ফের জোড়াফুল ফোটানোর লক্ষ্যে রাজ্যের শাসক দলের শরীক হলেন নীল-তৃণা। বিধানসভা ভোটের মুখে 'দিদি' মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে ধরার অঙ্গীকারবদ্ধ হলেন টেলিভিশনের তারকা-দম্পতি। রাজ্যের বিভিন্ন কেন্দ্রেই জোর টক্করের জন্য প্রস্তুত সবুজ-গেরুয়া শিবিরের তারকা প্রার্থীরা। এবার তৃণমূলের প্রচার-মুখ হিসেবে এগিয়ে এলেন নীল, তৃণা, অঙ্কিতের মতো জনপ্রিয় তারকারা।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/NT.jpg)
প্রসঙ্গত নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা, দুই তারকারই অগণিত অনুরাগীর সংখ্য়া। এক্ষেত্রে ঘাসফুল শিবিরে তাঁদের যোগদান যে বিশেষ চমক, তা বোধহয় আর করে বলার অপেক্ষা রাখে না! উপরন্তু রাজ্য রাজনীতিতে এখন দলে যোগদান কিংবা পালা-বদলের হাওয়া অব্যাহত। একুশের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) আগে যে যেদিকে পারছেন, ঝুঁকছেন! টলিউড ইন্ডাস্ট্রির তারকারা নিত্যদিন কেউ শিবির বদলাচ্ছেন, ‘এ ফুল, ও ফুল’ করছেন, আবার কেউ বা রাজনীতির ময়দানে ‘শিক্ষানবীশ’ হিসেবে অভিষেক ঘটাচ্ছেন। বলা ভাল, ‘মুড়ি-মুড়কি’র মতো রাজনীতির ময়দানে পদার্পণ করছেন। সেই প্রেক্ষিতে এবার বাদ গেলেন না নীল-তৃণাও। ভোটবাক্সে প্রভাব কতটা পড়বে? উত্তর মিলবে আগামী ২মে নির্বাচনী মার্কশিটেই।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/NT1.jpg)