মুম্বইয়ের স্টুডিওয় ঢাকা! হাক-ডাকের অন্ত নেই। মনিটরে কড়া চোখ পরিচালক শ্যাম বেনেগালের (Shyam Benegal)। সেটে ফুটে উঠেছে একটা আস্ত ধানমন্ডি। এই যাবতীয় তোরজোড় আসলে বঙ্গবনধুর বায়োপিকের জন্য। সেই সিনেমার শুটিং-ই এখন চলছে মুম্বইতে। কারণ, আগামী ২৬ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) বাংলাদেশ সফরের সময়েই এই বায়োপিক রিলিজ করার পরিকল্পনা করেছেন নির্মাতারা।
প্রসঙ্গত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের (Sheikh Mujibur Rahman) বায়োপিকের কথা দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে। পরিচালনার দায়িত্বে শ্যাম বেনেগাল। গতবছর মুজিববর্ষ অনুষ্ঠানের দিন থেকে শুটিং শুরু হওয়ার কথা থাকলও করোনার জেরে তা বাতিল হয়ে যায়। তবে এবছর জানুয়ারি মাসের ২১ তারিখ থেকে মুম্বইয়ের স্টুডিওয় জোর কদমে শুরু গিয়েছে বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং। হাতে আর কটা মাত্র দিন। তার আগেই শেষ করতে হবে কাজ। অতঃপর ৮৬ বছরের পরিচালক বেনেগালে এখন নিঃশ্বাস ফেলার সময় অবধি নেই। মুখে মাস্ক সেঁটে, যাবতীয় সুরক্ষা পদ্ধতি অবলম্বন করেই এমন করোনাতঙ্কের মাঝে শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি।
সোমবার চলছিল বঙ্গবন্ধুর (Bangabandhu) এক নৈশভোজের দৃশ্যের শুটিং। সাতের দশকে মুজিবরের বাসভবন ধানমন্ডি ৩২তে এক রাতে হঠাৎ-ই বঙ্গবন্ধু রাতের খাবার খেতে মানা করেন। কারণ, নৈশভোজের টেবিলে সেই গরম খাবার তাঁকে মনে করিয়ে দিয়েছিল চল্লিশের দশকের ক্ষুধার্ত বাংলার কথা। সেই আবেগঘন দৃশ্যের শুটিংয়ে এদিন মগ্ন ছিল মুম্বই ফিল্ম সিটির স্টুডিও।
উল্লেখ্য, বায়োপিকে বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন বাংলাদেশি অভিনেতা আরফিন শুভ, স্ত্রী ফাজিলাতুন্নেসার ভূমিকায় দেখা যাবে নুসরত ইমরোজ তিসাকে। বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে শেখ মুজিবর রহমানের বায়োপিক।
মুক্তির দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও, নির্মাতারা চাইছেন আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে নরেন্দ্র মোদী যখন ঢাকায় পা রাখবেন, সেই সময়ে যেন এই বায়োপিক মুক্তি পায়। তবে সেই বিষয়ে দ্বিমত পরিচালক শ্যাম বেনেগাল। কারণ, বঙ্গবন্ধুর বায়োপিক তাঁর মতো ডাকসাইটে পরিচালকের কাছেও রীতিমতো চ্যালেঞ্জের। তাঁর কথায়, বর্ষা পেরলে যুদ্ধের দৃশ্যগুলো বাংলাদেশেই শুট হবে।