Advertisment
Presenting Partner
Desktop GIF

হিরণের হয়ে খড়গপুরে রোড-শো, রাজ্যে দ্বিতীয় দফা ভোটের আগে 'হাইভোল্টেজ' প্রচারে মিঠুন

নজরে নন্দীগ্রাম! মঙ্গলবার বিকেলেই মমতার বিরুদ্ধে প্রচারের মাঠে নামছেন 'একদা তৃণমূল সাংসদ' মিঠুন। এক সময়ে যাঁকে জননেত্রী বলে মান্যি করতেন, এবার তাঁকেই নন্দীগ্রামের নির্বাচনী লড়াইয়ে পরাস্ত করতে মরিয়া সুপারস্টার।

author-image
IE Bangla Web Desk
New Update
mithun

আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। ১ এপ্রিল রাজ্যের ৩০টি আসনে দ্বিতীয় দফায় নির্বাচনী প্রতিযোগীতা। সংশ্লিষ্ট দফায় একদিকে যেমন 'হাইভোল্টেজ সেন্টার' নন্দীগ্রাম রয়েছে, আবার রয়েছে নজরকাড়া খড়গপুর সদরও। কারণ, নন্দীগ্রামে শুভেন্দু-মমতার সম্মুখ সমরের দিকে এখন তাকিয়ে রাজধানী তথা গোটা রাজ্যবাসী। ভোটবাক্সে পাশা পাল্টানোর অপেক্ষামাত্র! কে জিতবে একুশে বাংলার মসনদ দখলের বাজি? নজরে নন্দীগ্রাম। অন্যদিকে, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ-গড় খড়গপুর সদর কেন্দ্রে 'বিজেপি বাজি' ধরেছে হিরণকে। নির্বাচনী হাওয়া বলছে, গেরুয়া শিবিরের এই সিদ্ধান্ত একপ্রকার রাজ্যের শাসকদলকে ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জ-ই। রাত পোহালেই ভোটবাক্সে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, হিরণ্ময় চট্টোপাধ্যায়ের ভাগ্যগণনার লড়াই। একদিকে নন্দীগ্রামে ইতিহাস গড়ার অপেক্ষায় মোদী-বাহিনী, অন্যদিকে হিরণকে হারিয়ে খড়গপুরের আসন জিততে মরিয়া তৃণমূল। আর শেষবেলায় এই 'তৃণমূলী ঝোড়ো ব্যাটিং' রুখতেই মাঠে নামলেন 'মোদীর তারকা সেনাপতি' মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।

Advertisment

মঙ্গলবার সকালেই খড়গপুরে (Kharagpur) পৌঁছে যান সুপারস্টার মিঠুন। গেরুয়া শিবিরের 'স্টার ক্যাম্পেনার'কে ঘিরে জনগণের উচ্ছ্বাসও কম নয়! জমকালো রোড-শোয়ের মাঝেই বিজেপি প্রার্থী হিরণের হয়ে খড়গপুরবাসীর কাছে ভোটপ্রার্থনা করলেন মহাগুরু। শুধু তাই নয়, সিনেপর্দার দুই তারকা যখন রাজনীতির ময়দানে, তখন সেই প্রচারে সিনেম্যাটিক ছোঁয়া যে থাকবে, তা বলাই বাহুল্য। পদ্ম-প্রার্থী হিরণের পাশে দাঁড়িয়ে খানিক নাচতেও দেখা গেল 'ডিস্কো ডান্সার'কে। সে এক চোখ ধাঁধানো ব্যাপার! চতুর্দিকে উড়ছে গেরুয়া আবির। নেপথ্যে বিজেপি কর্মী-সমর্থকদের গগনভেদী 'জয় শ্রীরাম' স্লোগান। হুডখোলা গাড়িতে গলায় রজনীগন্ধার মালা, বিজেপির উত্তরীয়, গেরুয়া বসন পরে পদ্ম-বাহিনির জন্য ভোট-ভিক্ষা করছেন মিঠুন চক্রবর্তী এবং হিরণ চট্টোপাধ্যায় (Hiraan Chatterjee)।

publive-image

খড়গপুরে প্রচার সেরেই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, হুগলির তারকেশ্বরে রোড-শো রয়েছে মহাগুরুর। এরপর বিকেলেই পৌঁছে যাবেন নন্দীগ্রামে বন্ধু শুভেন্দুর কাছে। যা কিনা একুশের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) ‘এপিসেন্টার’। সবুজ-গেরুয়া দুই প্রতিপক্ষ শিবিরের চোখ রাঙানিতে উত্তাল। ‘এ বলে আমায় দেখ তো ও বলে আমায়’। বিজেপি (BJP)-তৃণমূল (TMC) কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ! ২০১১ সালে এই নন্দীগ্রামেই তৎকালীন ৩৪ বছরের বাম-শাসনের কবর খুঁড়েছিল তৃণমূল কংগ্রেস। আর সেই নন্দীগ্রামের (Nandigram) মাটি নিয়েই এবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে বাংলার মসনদ দখলের উদ্দেশে বিদ্রোহ ঘোষণা করে ফেলেছেন পদ্ম-প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর হয়েই এবার নন্দীগ্রামে প্রচারের ময়দানে নামতে চলেছেন ‘মোদীর তারকা সেনাপতি’ মিঠুন চক্রবর্তী।

৭ মার্চ ব্রিগেডের মঞ্চে দুই ‘তৃণমূল-ছুট’ নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে মিঠুন চক্রবর্তীর সখ্যতা অনেকেরই নজর কেড়েছিল। একে-অপরের সঙ্গে কানে কানে কথা বলছিলেন। কী বলছিলেন? কৌতূহল ছিল উপস্থিত অনেকেরই। পরে ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছিল, অধিকারীকে নাকি মিঠুন বলছিলেন, "দরজা তুমিই খুলেছো, নইলে বাকিরা সাহস পেত না!" সেই সঙ্গে নাকি নন্দীগ্রামে শুভেন্দুর হয়ে প্রচারের ইচ্ছেওপ্রকাশ করেছিলেন মহাগুরু। মমতার বিরুদ্ধে প্রচারের সেই ইচ্ছেই সম্ভবত এবার পূরণ হতে চলেছে মিঠুনের। মঙ্গলবার বিকেলেই বিধানসভা ভোটের এপিসেন্টারে গিয়ে গেরুয়া তুফান তুলবেন মহাগুরু। পদ্ম শিবির ঘনিষ্ঠ সূত্রে খবর, এক সময়ে যাঁকে জননেত্রী বলে মান্যি করতেন মিঠুন, এবার সেই তিনিই যেন নন্দীগ্রামের নির্বাচনী লড়াইয়ে পরাস্ত হন, সেটাই চাইছেন সুপারস্টার।

tmc bjp Mamata Banerjee nandigram mithun chakraborty Suvendu Adhikari Hiran Chatterjee West Bengal Assembly Election 2021 Kharagpur
Advertisment