Advertisment

প্রচার কুরুক্ষেত্রে 'জয়া Vs মিঠুন'! 'ধন্যি মেয়েকে আমি নই, বাংলার মানুষ বলবে', মন্তব্য মহাগুরুর

কিস্তিমাত করতে বঙ্গভোটের রঙ্গমঞ্চে এখন সুপারস্টাররাই সবুজ-গেরুয়া শিবিরের মূল 'বোড়ে'! চতুর্থ দফা ভোটের আগে তাই অন্তিমলগ্নের প্রচারে তৃণমূল-বিজেপি দুই বিরোধী শিবিরের হয়ে ঝড় তুলতে প্রস্তুত জয়া এবং মিঠুন।

author-image
IE Bangla Web Desk
New Update
jaya-mithun

একুশে বাংলার মসনদ দখলের লড়াইয়ে যদি গেরুয়া শিবিরের প্রচার অস্ত্র যদি ‘মোদীর তারকা সেনাপতি’ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) হন, তাহলে তৃণমূলের ‘মোক্ষম কৌশলী চাল’ ভোটের ময়দানে জয়া বচ্চনকে (Jaya Bachchan) আনা। সোমবারই কলকাতায় পা রেখে তৃণমূলভবনে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হয়ে বাংলার মাটিতে বিজেপিকে (BJP) হুঁশিয়ারি ছুঁড়েছেন ধন্যি মেয়ে। তথাকথিত হিন্দুত্ববাদের ঝাণ্ডাধারীদের হাতে যেন বাংলার সংস্কৃতি নষ্ট না হয়, সেই চিন্তা নিয়ে আমজনতাকে ভোটাধিকার প্রয়োগ করার বার্তা দিয়েছিলেন। কম যান না 'মৃগয়া' মিঠুনও। ‘তৃণমূল-ছুট’ নেতা-অভিনেতা এখন পদ্ম শিবিরের ‘প্রচার-গুরু’। তৃণমূলকে (TMC) তুলোধোনা করে বাংলার বিভিন্ন প্রান্তে জনসভা, রোড শো করছেন বিজেপির হয়ে। বুধবারই সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রঞ্জন বৈদ্যর সমর্থনে রোড শোয়ে বললেন, "ধন্যি মেয়েক নিয়ে আমি নই, বলবেন বাংলার মানুষ।" মন্তব্যে 'কূটনীতি' বজায় থাকলেও রাজনৈতিক মহলের অনেকে একে 'কটাক্ষ' হিসেবেই দেখছেন! মুম্বই ইন্ডাস্ট্রির দুই সহকর্মী এখন বাংলায় দুই প্রতিপক্ষ শিবিরের হয়ে ক্যাম্পেন চালাচ্ছেন। অতঃপর, নিজেদের মধ্যে সদ্ভাব বজায় রাখলেও ভোটপ্রচারের ময়দানে তা নৈব নৈব চ!

Advertisment

কিস্তিমাত করতে ভোটের রঙ্গমঞ্চে এখন সুপারস্টাররাই সবুজ-গেরুয়া শিবিরের মূল 'বোড়ে'! চতুর্থ দফা ভোটের আগে তাই অন্তিমলগ্নের প্রচারে তৃণমূল-বিজেপি দুই বিরোধী শিবিরের হয়ে ঝড় তুলতে প্রস্তুত জয়া এবং মিঠুন। দুই তারকার শিডিউলও আটোসাঁটো।

১০ এপ্রিল, চতুর্থ দফায় ভোটগ্রহণের (West Bengal Assembly Election 2021, 4Th Phase) আগে প্রথমবার কলকাতায় প্রচার করবেন মিঠুন চক্রবর্তী। অন্যদিকে, টালিগঞ্জ-দমদমে অরূপ বিশ্বাস, ব্রাত্য় বসুর হয়ে ভোটপ্রার্থনা করে বৃহস্পতিবার হাওড়া শিল্পাঞ্চলে প্রচার চালাবেন জয়া বচ্চন। রাজ্যে চতুর্থ দফা ভোটের আগে আজই প্রচারের অন্তিম দিন। তাই শেষবেলায় মোক্ষম অস্ত্র মিঠুনকে বের করছে গেরুয়া শিবির। এযাবৎকাল বাংলার গ্রামাঞ্চল, শহরতলীর বিজেপি প্রার্থীদের জন্য প্রচার করলেও খাস কলকাতায় এখনও অবধি মিঠুন চক্রবর্তীকে প্রচারাভিযান চালাতে দেখা যায়নি। সূত্রের খবর, আজ প্রথমে বেহালা (Behala) পূর্ব ও পশ্চিমের পদ্ম শিবিরের দুই তারকা প্রার্থী পায়েল (Paayel Sarkar) সরকার ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) হয়ে ভোটপ্রচার করবেন তিনি। এরপর টালিগঞ্জের (Tollygunge) টেকনিশিয়ান স্টুডিওর সামনে থেকে প্রার্থী বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) হয়ে ভোটপ্রার্থনা করতে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। তালিকায় রয়েছেন, মহাগুরুর দুই 'তৃণমূল প্রাক্তনী' সঙ্গী বৈশালী ডালমিয়া এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ও। দক্ষিণ কলকাতায় প্রচার শেষ করে মিঠুন তাঁদের হয়ে প্রচারে যাবেন।

অন্যদিকে, অমিতাভ-জায়া 'বাংলার মেয়ে' মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে প্রচার শিডিউল আরও চার দিন বাড়িয়ছেন। খবর মিলল তৃণমূলের অন্দরমহল থেকেই। বৃহস্পতিবার অর্থাৎ আজ, দিনভর হাওড়ার (Howra) বিধানসভা কেন্দ্রগুলিতে তৃণমূলের হয়ে প্রচারে ব্যস্ত থাকবেন সমাজবাদী পার্টির নেত্রী-সাংসদ জয়া বচ্চন। শিবপুর বিধানসভায় ক্রিকেটার প্রার্থী মনোজ তিওয়ারির হয়ে হাওড়া পুরনিগমের ৮ নম্বর ওয়ার্ডে একটি রোড শো করবেন। সেই কর্মসূচি শেষ করে হাওড়া দক্ষিণের তৃণমূল প্রার্থী নন্দিতা চৌধুরীর হয়ে প্রচারে অংশ নেবেন। যা দানেশ শেখ লেন থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত চলবে। সবশেষে, হাওড়া উত্তরের তৃণমূল প্রার্থী গৌতম চৌধুরীর হয়ে মোহর গেট থেকে জিটি রোড পর্যন্ত রোড-শোয়ে অংশ নিয়ে বৃহস্পতিবারের প্রচার কর্মসূচি শেষ করবেন জয়া বচ্চন।

তবে 'তারকার চকমকি' যতই থাক, ভোটবাক্সে জয়া কিংবা মিঠুন ম্যাজিক কতটা প্রভাব খাটাবে? তার উত্তর মিলবে ২মের নির্বাচনী মার্কসিটেই।

Jaya Bachchan mithun chakraborty bjp tmc West Bengal Assembly Election 2021
Advertisment