New Update
/indian-express-bangla/media/media_files/2025/01/24/22GGd7Pm9SQI1KJI242Z.jpg)
Saif Ali Khan Fact Check: সইফের উপর হওয়া এই হামলার সঙ্গে জুড়ে ভাইরাল ছবিগুলি শেয়ার করেছেন ব্যবহারকারীরা
Saif Ali Khan Fact Check: সইফের উপর হওয়া এই হামলার সঙ্গে জুড়ে ভাইরাল ছবিগুলি শেয়ার করেছেন ব্যবহারকারীরা
Saif Ali Khan Fact Check: হামলায় আহত হওয়ার পর বলিউড অভিনেতা সইফ আলি খানের (Saif Ali Khan) সঙ্গে হাসপাতালে শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খান (Salman Khan), অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) মতো নায়ক-নায়িকারা দেখা করতে এসেছেন দাবি করে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ভুয়ো ছবি ভাইরাল হয়েছে। বুম যাচাই করে দেখে হাসপাতালে শুয়ে থাকা সইফ ও তার সঙ্গে বলিউড অভিনেতা-অভিনেত্রীদের ভাইরাল ছবিগুলি আসল নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি।
১৬ জানুয়ারি, ২০২৫ ভোর রাতে সইফ আলি খানের বান্দ্রার বাড়িতে হানা দেয় এক দুষ্কৃতী এবং হাতাহাতির মধ্যে সইফকে ছুরির ছটি কোপ মারে ওই দুষ্কৃতী। আহত সইফ লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে, ২১ জানুয়ারি তিনি ছুটি পেয়েছেন।
সইফের উপর হওয়া এই হামলার সঙ্গে জুড়ে ভাইরাল ছবিগুলি শেয়ার করেছেন ব্যবহারকারীরা। ভাইরাল পোস্টে হাসপাতালের পোশাক পরা সইফের একাধিক ছবি ছাড়াও তার পাশে চিন্তিত মুখে করিনা কাপুর, সলমন খান, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, শাহিদ কাপুরকে দেখা যায়। এছাড়াও, সইফের পিঠে গেঁথে যাওয়া ছুরিটিরও একটি ছবি রয়েছে পোস্টে।
আরও পড়ুন মহাকুম্ভে মারামারি করছেন দুই সাধু! ভাইরাল ভিডিওর সত্যিটা জানেন?
এক ফেসবুক ব্যবহারকারী পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "শিরদাঁড়ার ও কাঁধের গুরুত্বর আঘাতকে দ্রুত repaid recovary করে বিপদ থেকে মুক্ত হয়ে সুস্থতার পথে আই সি ইউ তে সইফ আলি খান ! Get Will Soon সইফ আলি খানের সাথে হাসপাতালে দেখা করেন সলমন খান!"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
একই দাবি-সহ আরও এক ব্যক্তি ফেসবুকে ভাইরাল ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লেখেন, "Get Will Soon শিরদাঁড়ার ও কাঁধের গুরুত্বর আঘাতকে দ্রুত repaid recovery করে বিপদ থেকে মুক্ত হয়ে সুস্থতার পথে ICU-তে সইফ আলি খান! সইফ আলি খানের সঙ্গে হাসপাতালে দেখা করেন সলমন খান , শাহরুখ খান, অমিতাভ বচ্চন, সহ অন্যান্য বলিউড তারকা।"
আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
তথ্য যাচাই আমরা দাবিটির সত্যতা যাচাই করতে প্রথমে গুগলে কিওয়ার্ড সার্চ করে দেখি আহত সইফ আলি খানের সঙ্গে জনপ্রিয় বলিউড অভিনেতাদের হাসাপাতালে দেখা করার কোনও ছবি প্রকাশ্যে এসেছে কিনা। সার্চের মাধ্যমে আমরা এবিষয়ে কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন পায়নি এই তথ্য সম্পর্কে।
বুম ছবিগুলি পর্যবেক্ষণ করে লক্ষ্য করে বেশ কিছু ছবির নীচে Grok AI-এর জলছাপ দেখা যাচ্ছে। ইলন মাস্কের এআই চ্যাটবট হল Grok AI। এই সূত্রধরে, আমরা প্রত্যেকটি ছবিই কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী ওয়েবসাইট হাইভ মডারেশন এবং ওয়াজ ইট এ আই-এ পরীক্ষা করে দেখি ছবিগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। নীচে ওই পরীক্ষা থেকে প্রাপ্ত ফলাফল দেখা যাবে।
হাসপাতালে সইফ আলি খানের ছবি:
হাসপাতালে সইফ আলি খানের সঙ্গে সলমন খানের ছবি:
হাসপাতালে সইফ আলি খানের সঙ্গে শাহরুখ খানের ছবি:
হাসপাতালে সইফ আলি খানের সঙ্গে অমিতাভ বচ্চন ছবি:
হাসপাতালে সইফ আলি খানের সঙ্গে শাহিদ কাপুর:
[এই গ্রাফিক কার্ডটির সত্যতা যাচাই করেছে bangla.boomlive.in, যা অনলাইনে ভুল তথ্য এবং ডিপফেক ভিডিও শনাক্তকরণে Shakti collective-এর অংশ]