করিনা কাপুর, সইফ আলি খান ও তৈমুর আলি খান পাড়ি দিয়েছেন মালদ্বীপ। তবে এবারে তাঁরা একা নন, সঙ্গে সোহা আলি খান, কুণাল খেমু ও ইয়ানা। সোহা ও কুণাল দুজনেই সোশাল মিডিয়ায় শোর করছেন ঘুরতে যাওয়ার ছবি। তা দেখে ফ্যানেরা যে উচ্ছসিত সেকথা আর বলার অপেক্ষা রাখে না। সোহা আলি খান নিজে শেয়ার করেছেন করিনা, সইফ, কুণাল, তৈমুর, ইনায়া ও নিজের ছবি। সঙ্গে দিয়েছেন ট্রেন্ডি ক্যাপশনও।
ছবি শেয়ার করতে ভোলেননি কুণাল খেমুও। ভাগ্যিস ভোলেননি, নইলে তো তৈমুর, করিনা ইনায়া নওমি খেমু ও সোহার কারসাজি দেখতেই পেতেন না দর্শক। বাদ দেওয়া গেল না সোহা ও কুনালের সেলফিও। আসলে মালদ্বীপ বলিউড তারকাদের দ্বিতীয় বাড়ি বলতে পারেন। এর আগে পুরো বচ্চন পরিবারের বেড়ানোর ছবি ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। এবার দেখে নেওয়া যাক খান পরিবারের ভ্যাকেশনের ছবিগুলো-
আরও পড়ুন, কসৌটি জিন্দেগি কী প্রোমো: অনুরাগ ও প্রেরণাকে চেনালেন শাহরুখ
ছুটি তো সদ্য শুরু হয়েছে এখনও নিষ্চয়ই অনেকটা পথ বাকি। আরও ছবি অপেক্ষা করছে করিনা,সইফ ফ্যানেদের জন্য।