রাত্রিবেলা টানা ১০ বার হার্ট অ্যাটাক। অত্যন্ত সংকটজনক ঐন্দ্রিলা। হাসপাতাল সূত্রে খবর, উদ্বিগ্ন চিকিৎসকরাও। নিজেদের পর্যবেক্ষণে রেখেছেন অভিনেত্রীকে।
ঐন্দ্রিলার বয়স কম বলে ঝুঁকি অনেকটাই কম এমনটাই জানাচ্ছিলেন চিকিৎসকরা। তবে গতকাল রাত থেকে তারাও যথেষ্ট উদ্বিগ্ন। ঐন্দ্রিলার বিছানার পাশেই রয়েছেন তাঁরা। তাঁকে সিপিআর দেওয়া হয়েছে। রয়েছেন ভেন্টিলেশনে সাপোর্টে।
সবরকম সাপোর্টে রয়েছেন ঐন্দ্রিলা। কিন্তু তাঁর স্বাস্থের উন্নতি হচ্ছে না বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। তাঁকে প্রতিটা মুহূর্ত নিজেদের তত্বাবধানে রেখেছেন। জানা গিয়েছিল, বৃহস্পতিবার রাত থেকেই শরীর আরও খারাপ হয় তাঁর। অসাড় হয়ে গিয়েছিল অভিনেত্রীর শরীর। রক্তচাপ ওঠানামা করছে। কিন্তু শুক্রবার আশার খবর শুনিয়েছিলেন সব্যসাচী। বলেছিলেন, ভাল আছেন ঐন্দ্রিলা।
তবে, গতকাল থেকে অত্যন্ত সংকটে ঐন্দ্রিলা। সন্ধ্যে বেলা হার্ট অ্যাটাকের পরেই ফেসবুক থেকে ঐন্দ্রিলা সম্পর্কিত সমস্ত তথ্য ডিলিট করেছিলেন সব্যসাচী। তখন থেকেই উদ্বেগ প্রকাশ করছেন অনুরাগীরা। ভাল নেই ঐন্দ্রিলা, চলছে ফিরে আসার উদ্যম লড়াই।