জন্মদিন, সকলের জীবনে আলাদা আনন্দ নিয়ে আসে। এইদিন নিজের কাছে যে কতটা বিশেষ সেটা নতুন করে বলার থাকে না। তবে, অভিনেত্রী ঐন্দ্রিলার ( Aindrila sharma) জীবনে সেই জন্মদিনের একটা রাত সবকিছুই রাতারাতি সবকিছুই পাল্টে দিল।
Advertisment
সেদিন উৎসুক হয়ে বসেছিলেন ছোট্ট ঐন্দ্রিলা। সকলে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন এমনটাই ভাবনা ছিল তাঁর। কিন্তু তারপরই নিজের শরীরে লক্ষ্য করলেন অন্যরকম কিছু। পেটের ভিতরে একটা শক্ত মাংসপিন্ড। বেশ শক্ত, হাত দিয়ে দেখামাত্রই তিনি বাবাকে ডেকে দেখালেন সেই জায়গা। আজও, সেসব কথা মনে করলে শিউরে উঠেন তাঁর বাবা।
অভিনেত্রী নেই ( Aindrila Sharma death) আজ প্রায় একবছর হতে চলল। ২০২২ সালের ডিসেম্বরে তিনি চলে গিয়েছেন। কিন্তু, যেদিন প্রথম সকলে জানতে পেরেছিলেন ঐন্দ্রিলার কথা সেদিন নিজেকে সামলাতে পারেননি পরিবারের কেউই। তাঁর বাবা সদ্যই ঘরে ঘরে জি বাংলার মঞ্চে সেকথাই বললেন..
মেয়ের স্মৃতিতে তাঁর বাবা বলেন, "ওর জন্মদিনের পরের দিন যখন আমি, ওকে AIIMS এ নিয়ে গেলাম। তখন বলা হল, এটা তো অপারেশন করা সম্ভব না। তাঁর একটাই কারণ, আপনি জানেন ওর কী হয়েছে? জটিল একটি ক্যানসার হয়েছে ওর। সেদিনই মেয়ে প্রথম জেনেছিল যে ওর ক্যানসার আছে। বিশ্বাস করবে না, আমার জড়িয়ে ধরে ও কেঁদেছিল যে বাবা, মায়ের হয়েছিল আবার আমারও!"
উল্লেখ্য, অভিনেত্রী জীবনের অল্প সময়েই অনেক কাজ করেছেন। সিরিয়ালের পাশাপাশি নিজের অদম্য লড়াইয়ের জন্য সকলের মণিকোঠায় তিনি স্থান পেয়েছিলেন। বিশেষ করে, একজন মানুষের ভালবাসা, তিনি সব্যসাচী চৌধুরী ( Sabyasachi Chowdhury )। দুজনের প্রেম ছিল দেখার মত। আজও সেই ভালবাসা অমর।