মেয়ের জন্মদিনে ভেসে আসছে স্মৃতি, 'সব্যও অসুস্থ...', কেঁদে আকুল ঐন্দ্রিলার মা

আজ ঐন্দ্রিলার জন্মদিন, মেয়ের স্মৃতি আঁকড়ে মা শিখা দেবী

আজ ঐন্দ্রিলার জন্মদিন, মেয়ের স্মৃতি আঁকড়ে মা শিখা দেবী

author-image
IE Bangla Entertainment Desk
New Update
aindrila sharma, aindrila sharma death, aindrila sharma birthday

আজ ঐন্দ্রিলার জন্মদিন...

মেয়ের জন্মদিন, কিন্তু সেই ফুটফুটে সুন্দর সন্তানই আর সঙ্গে নেই যে। সমস্তরকম চেষ্টার পরেও মেয়ে ঐন্দ্রিলাকে ধরে রাখতে পারেন নি। আজ অভিনেত্রীর জন্মদিনেই বাড়িতে মন খারাপের রেশ।

Advertisment

টানা ২০ দিনের লড়াই, কিন্তু মিষ্টিকে বাঁচিয়ে রাখতে পারেন নি কেউই। নিয়তির কাছে হার মেনেছিলেন সব্য নিজেও। মেয়ের জন্মদিনে আগে কত কিছুই না আয়োজন করতেই শিখা দেবী। তবে, এবার সবকিছু বদলে গেছে। আর কোনও তোড়জোড় নেই। সকাল থেকে রান্নাবান্না আশীর্বাদের থালা কিছুই নেই। বরং গতকাল রাত থেকেই কেঁদে আকুল ঐন্দ্রিলার মা।

নিজের শরীর ঠিক নেই। ক্যানসার আক্রান্ত তিনিও। অস্ত্রোপচার হয়েছে। এখন কলকাতার বাড়িতে একাই তিনি। এক সংবাদমাধ্যমে বললেন, "আমার মেয়ে যখন জন্মেছিল কি সুন্দর না দেখতে ছিল। কিন্তু আমার মিষ্টিকে ধরে রাখতে পারলাম না। কাল রাত থেকে ঘুম নেই চোখে। নিজে হাতে রান্না করতাম, পাঁচ রকম ভাজা, মাছ। আজ সেই তোড়জোড় নেই"।

Advertisment

আরও পড়ুন < বলিউডের ব্লকবাস্টার ছবি, আমিরের ‘দঙ্গল’কে টেক্কা দিল শাহরুখের ‘পাঠান >

কিন্তু ঐন্দ্রিলার ছায়াসঙ্গী? সব্যসাচী আজকের দিনে একবারও আসবেন না? প্রসঙ্গে শিখাদেবী জানান, "সব্যর প্রচণ্ড জ্বর! ওর শরীর একদম ঠিক নেই। নইলে অন্তত একবার আসত"। যদিও, সমস্ত পিছুটান এবং ব্যাকুলতা কে দূরে সরিয়ে সব্য এখন অনেকটাই স্বাভাবিক। ফিরেছেন অভিনয় জগতেও। সাধক রামপ্রসাদের চরিত্রে অভিনয় করছেন তিনি।

সেই পনেরো বছর বয়স থেকে অসুস্থতা। দু বার ক্যানসারকে হারিয়ে সুস্থও হয়েছিলেন ঐন্দ্রিলা। কিন্তু, শেষরক্ষা হল না। টানা ১০ বার হার্ট অ্যাটাক, ভয়ঙ্কর বাঁচার শক্তি কিন্তু সবকিছুকেই উপেক্ষা করে ঐন্দ্রিলা আজ শুধুই স্মৃতির পাতায়।

tollywood Entertainment News Sabyasachi Chowdhury Aindrila Sharma