১০ দিন টানা লড়াই। সকলেই প্রার্থনা করছেন ফাইটার মেয়েটির জন্য। সে যে হারতে শেখেনি বরং জিতে ফিরেছে বারবার। এখন কেমন আছেন ঐন্দ্রিলা?
কিছুদিন আগেই তাঁকে ভেন্টিলেশনে থেকে বের করে আনা হয়েছিল। বন্ধু সব্যসাচী জানিয়েছিলেন আশার খবর। লড়াই চালিয়ে গেলেও অভিনেত্রীর ঝুঁকি অনেকটাই কমেছে বলেই আশ্বাস দিয়েছিলেন তিনি। তবে একদিনের পরেও জ্ঞান ফেরেনি অভিনেত্রীর। জ্বর রয়েছে গায়ে, সংক্রমণ বেড়েছে। চিকিৎসকরা প্রথম থেকেও জানিয়েছিলেন, ওঁর বয়স কম তাই ঝুঁকিও কম। যদিও বা প্রায় চারদিন আগে সব্যসাচী জানিয়েছিলেন এখন অনেকটাই স্বাভাবিক সে। মা দায়িত্ব নিয়ে ফিজিওথেরাপির দিকটা দেখছেন।
আরও পড়ুন < ‘আমি যেভাবে আমার ছেলেমেয়েদের বড় করেছি…’, নিজের প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ >
মঙ্গলবার নতুন করে সংক্রমণ ধরা পড়েছিল ঐন্দ্রিলার। তবে অ্যান্টিবায়োটিক দেওয়ার পর অনেকটা সুস্থ রয়েছেন। শনিবার, হাসপাতাল সূত্রে খবর, জ্বর কখনও কম কখনও বেশি। সঠিকভাবে কিছুই বলা যাচ্ছে না। চিকিৎসকদের বক্তব্য, অল্পবয়স বলে অনেককিছুই আশা করা যাচ্ছে।
প্রসঙ্গত, ক্যানসারকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের জীবনে শুধু নয় বরং অনেকের জীবনেই এক বিরাট অনুপ্রেরণা ঐন্দ্রিলা। আচমকাই ব্রেন স্ট্রোক হয়ে হাওড়ার এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তারপর থেকে আবারও লড়াই শুরু। এখন শুধুই সম্পূর্ন সুস্থ হয়ে বাড়ি আসার অপেক্ষা।