গত দুদিন ধরেই ভাল নেই ঐন্দ্রিলা। শারীরিক অবস্থার অবনতি ঘটেছে সাংঘাতিক ভাবে। একের পর এক সংক্রমণ অভিনেত্রীর শরীরে। ভিন্ন উপসর্গে জর্জরিত ঐন্দ্রিলা। হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হওয়ার পরেই সংকটজনক তিনি।
রক্তচাপ ক্রমশ ওঠানামা করছে। নজরে রেখেছেন শহরের স্নায়ু বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার জানা গিয়েছিল একেবারেই অসাড় হয়ে গিয়েছিল অভিনেত্রীর শরীর। চোখ খুলছিলেন না। মুখে কোনও প্রতিক্রিয়াও ছিল না তাঁর। সেরকমভাবে উন্নতি হয়নি অভিনেত্রীর শরীরের। কোমায় ছিলেন অভিনেত্রী। গ্লাসগো কোমা স্কেল অনুযায়ী ঐন্দ্রিলার মাত্রা- মাত্র ৩। একেবারেই সেই রিপোর্ট ভাল নয়।
অভিনেত্রীর শারীরিক অবস্থা মোটেই ভাল নয়। উদ্বেগ প্রকাশ করছেন চিকিৎসকরাও। রীতিমতো পর্যবেক্ষণে রাখছেন তাঁরা। অ্যান্টি বায়োটিকের মাত্রা বাড়ালেও কোনও হেরফের নেই। সিপিআর দেওয়া হয়েছে। স্থিতিশীল হয়নি অবস্থা! সংকটজনক এখনও তিনি।
আরও পড়ুন < ‘ইমোশনাল ভিডিও তৈরি রেখেছেন তো?’ বন্ধু ঐন্দ্রিলাকে নিয়ে ভুয়ো খবর, নেটজনতাকে ধিক্কার সৌরভের >
এদিকে হাসপাতালের বিছানায় শুয়ে নিজের সবটা দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন ঐন্দ্রিলা। কোনও সুপার পাওয়ার কাজ করুক, সকলের কাছে ঐন্দ্রিলার মঙ্গলকামনার আর্জি জানিয়েছিলেন সব্যসাচী। আশার প্রহর গুনছেন বাড়ির মানুষজন তথা ইন্ডাস্ট্রির সকলেই। ফাইট করছে ঐন্দ্রিলা আর তাঁর জন্য প্রার্থনা করছে গোটা বাংলা।
প্রসঙ্গত, দু’বার ক্যানসারকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের জীবনে শুধু নয় বরং অনেকের জীবনেই এক বিরাট অনুপ্রেরণা ঐন্দ্রিলা। আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাওড়ার এক হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী। তারপর থেকে লড়াই এখনও জারি। সকলেই অভিনেত্রীর আরোগ্য কামনায় রত। এরমাঝেই বুধবার সকালে ঐন্দ্রিলা শর্মার শারীরিক পরিস্থিতির আরও অবনতি হওয়ায় চিন্তায় রয়েছেম সকলে।