আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। রয়েছেন ভেন্টিলেশনে। পরিস্থিতি আশঙ্কাজনক। মঙ্গলবার রাতে তাঁর অস্ত্রোপচারও হয়েছে। বুধবার এই খবর প্রকাশ্যে আসতেই মন খারাপ অনুরাগী-সহ ইন্ডাস্ট্রির সকলের। মেয়েকে নিয়ে প্রবল দুঃশ্চিন্তায় প্রতিটা মুহূর্ত কাটছে ঐন্দ্রিলা শর্মার মায়ের। তাঁর কাতর আর্জি, "সকলে মিলে প্রার্থনা করুন।"
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে ব্রেন স্ট্রোক হওয়ায় ঐন্দ্রিলার মাথায় রক্তজমাট বেঁধে যায়। তৎক্ষণাৎ তাঁকে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, ভেন্টিলেশনে রয়েছেন অভিনেত্রীকে। কোমায় চলে গিয়েছেন তিনি। শারীরিক পরিস্থির কোনওরকম হেরফের ঘটেনি। ডান দিক পুরো অসার হয়ে গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ৪৮ ঘণ্টা না কাটলে কিছুই বলা যাবে না।
<আরও পড়ুন: ফিরে এস চ্যাম্পিয়ন, ‘যোদ্ধা’ ঐন্দ্রিলার আরোগ্য কামনায় টলিউড>
এমতাবস্থায় ঐন্দ্রিলার আরোগ্য়কামনা করেছেন সুদীপ্তা চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, দেবলীনা দত্ত থেকে শুরু করে সৌরভ দাসরা। সকলের মুখেই এক কথা- "যোদ্ধা, তুমি সুস্থ হয়ে ফিরে এসো দ্রুত।" এক সংবাদমাধ্যমের তরফে যোগাোগ করা হয়েছিল অভিনেত্রীর মা শিখা শর্মার সঙ্গে। অশ্রুসজল চোখে তিনি জানিয়েছেন, "প্রার্থনা করা ছাড়া আমাদের হাতে আর কিছুই নেই। সকলে মিলে প্রার্থনা করুন ওর জন্যে, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। ডাক্তাররা বলছেন, ৪৮ ঘণ্টা না কাটলে কিছু বলা যাবে না। ওর দিদি সহ সকলে হাসপাতালে। আমি বাড়িতে একা। খুব চিন্তা হচ্ছে।"
উল্লেখ্য, দু- দুবার ক্যানসারকে হারিয়ে ফিরে এসেছেন ঐন্দ্রিলা শর্মা। ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে বন্ধুবান্ধব সকলের কাছে তিনি যোদ্ধা। প্রতিশ্রুতি দিয়েছিলেন, সুস্থ হলেই কাজে ফিরবেন। কথা রেখেওছিলেন। ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চ থেকেই শুট লাইফে প্রত্যাবর্তন করেন ঐন্দ্রিলা। এরপর দেখা যায় 'দাদাগিরি'র মঞ্চেও। ‘ভোলে বাবা পার করেগা’ নামে জি বাংলা অরিজিনাল সিনেমাতেও অভিনয় করেছেন ঐন্দ্রিলা। এক সিরিজের কাজে ক’দিন বাদেই গোয়া যাওয়ার কথা ছিল। এসবের মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়লেন ঐন্দ্রিলা শর্মা। আপাতত সবটাই অভিনেত্রীর সুস্থ হওয়ার অপেক্ষায়।