তার শেষসজ্জায়, দিদি সাজিয়ে দিয়েছিলেন। ঐন্দ্রিলা শর্মার দিদি ঐশ্বর্য যেন আরও বেশি করে মিস করছেন বোনকে। আর আজকের দিনে...
Advertisment
রাখী বন্ধন যেহেতু, বোনকে মারাত্মকভাবে মিস করছেন ঐশ্বর্য। তাঁর স্মৃতি ঘিরে রেখেছে তাঁকে। আফসোস ছিল একটাই দিদি ডাক্তার হয়েও বোনকে বাঁচাতে পারেননি। আজ রাখীর দিনে আরও বেশি করে মনে করছেন বোনকে। বোনের নানা ভিডিও একযোগে একটি পোস্ট শেয়ার করলেন, লিখলেন...
"যত দিন যাচ্ছে ততই যেন কষ্ট বাড়ছে! আর নেওয়া যাচ্ছে না রে.. শুভ রাখিবন্ধন বোন"। সঙ্গে জুড়লেন একটি মিষ্টি গান। কয়েকদিন আগেও টেলি একাডেমীর মঞ্চে বোনের হয়ে পুরস্কার নিতে পৌঁছেছিলেন তিনি। ঐন্দ্রিলা পান মরণোত্তর সম্মান। দিদি হিসেবে ছায়ার মত থাকতেন তিনি।